ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

হাটহাজারীতে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ

Link Copied!

হাটহাজারী সংবাদদাতাঃ

“ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী ছাত্র সমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে হাটহাজারী উপজেলা ছাত্র অধিকার পরিষদ। গতকাল ১৩ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় হাটহাজারীর একটি অডিটোরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে ছাত্র অধিকার পরিষদ এর কর্মীরা অগ্রনি ভূমিকা পালন করতে হবে। ষড়যন্ত্র থেমে নেই,আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না,প্রশাসনের সহায়তায় দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র অধিকার পরিষদকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়। জুলাই- আগস্টের এই গণবিপ্লবের অর্জনকে সমুন্নত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি রবিউল হাসান তানজিম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ ও উত্তর জেলা ছাত্রনেতা নেয়ামত উল্লাহ নিরব এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ,ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, হাটহাজারীর কৃতি সন্তান এডভোকেট নাজিম উদ্দীন।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ,সহ-সাংগঠনিক সম্পাদক লিমিয়া আক্তার,ফাহিমুর রহমান,চট্টগ্রাম উত্তর জেলা গণঅধিকার পরিষদের সংগঠক মাষ্টার হাসান তারিক,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ, জি এম ওসমান,যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক বোরহান উদ্দিন,পেশাজীবী অধিকার পরিষদ সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু,সহসভাপতি জাহাঙ্গীর মৃধা,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মাওলানা কেফায়াত উল্লাহ,চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকারের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন,উত্তর জেলা যুব অধিকারের সাধারণ সম্পাদক বাবু দে রনি,মহানগর যুব অধিকারের সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী মুন্না।

আলোচনা সভায় উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকারের সাধারণ সম্পাদক সাবিত চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে “তরুণরা কেমন বাংলাদেশ চাই” বিষয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকারের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমন মোহাম্মদ।

এছাড়াও বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ নেতা তামজিদ উদ্দিন,রোমান রহমান,সাউদার্ন বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ নেতা মাহফুজুল হক,হাটহাজারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি রাশেদ মেহেদী,ফটিকছড়ির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুমন,দপ্তর সম্পাদক রাশেল তালুকদার প্রমুখ।

আগামীতে গণমানুষের আশা-আকাঙ্খার প্রতিফলনে গণঅধিকার পরিষদ অগ্রনি ভূমিকা পালন করবে এবং ছাত্র-জনতার এক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জিত স্বাধীনতা রক্ষায় কাজ করবে।

আরও পড়ুন

কুড়িয়ে আনা বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে ইতিহাস গড়লো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

ছাতকের দোলার বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে জনসংযোগ ও শীতবস্ত্র বিতরণ

চকরিয়ার নতুন ইউএনও শাহীন দেলোয়ারের যোগদান

পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলন- নাহিদ ইসলাম

রাজাকারের জন্য আওয়ামী লীগই ভাল ছিল

ট্রাইব্যুনালে নিঃশর্ত লিখিত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

স্থগিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ট্রাইব্যুনালের কাছে হাসিনার আইনজীবী নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

মাদারীপুর বাবু চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে পালিয়ে গেলেন অজ্ঞাত মা

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন