ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

সাধারণ সভায় বাতিল হওয়া তফসিলে ভোট ; রাজনৈতিক ছত্রছায়ায় প্রহসন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৫ জুন ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ

Link Copied!

জেইউসি’র নতুন কমিটির সভায় প্রতিবাদ ও নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি :

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি’র (রেজি চট্টো ২৫৭৫) নবনির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা শনিবার (১৪ জুন) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এই সভায় সাংগঠনিক ভাবে গুরুত্বপূর্ণ অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে একটি সুবিধাবাদী গোষ্টীর সাংবাদিক ইউনিয়নের নাম ব্যবহার করে ভোটের নামে ১৪ জুন কক্সবাজার প্রেসক্লাবে একটি রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ক্যাডারদের সমাবেশ ঘটিয়ে ‘ভূঁয়া’ ও ‘প্রহসন’ করার অপচেষ্টা করার তীব্র প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।

একই সাথে ভূঁয়া ওই নির্বাচনে অংশগ্রহণ না করেও প্রার্থিতা দেখিয়ে জিএএম আশেক উল্লাহ, মোহাম্মদ হাসিম ও মোহাম্মদ আনছার উদ্দিনসহ জেইউসি’র ৯ জন সম্মানিত সদস্যকে সামাজিক ভাবে সম্মানহানি করায় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

জেইউসি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনছার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, জেইউসি’র আহবায়ক কমিটির ডাকা ৫ জুনের বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির দেয়া নতুন নির্বাচনী তফসিলের মাধ্যমে গত ১২ জুন সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ হাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সাধারণ সভায় আগের নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচনী তফসিল বাতিল করা হয়। নির্বাচনের পরদিন ১৩ জুন কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত কর্মকর্তাগণ শপথগ্রহণ করেন। ওই নির্বাচনে মোহাম্মদ হাসিম ও মোহাম্মদ আনছার উদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

কিন্তু একটি স্বার্থান্বেষীপক্ষ নিজেদের স্বার্থহাসিলের জন্য বিশেষ সাধারণ সভায় বাতিল হওয়া পুরনো নির্বাচনী তফসিলকে সামনে এনে ১৪ জুন কক্সবাজার প্রেসক্লাবে একটি ‘ভোটের প্রহসন’ করেছে, যেখানে আশেক-হাসিম-আনছার প্যানেলকে প্রতিদ্বন্ধী দেখানো হলেও সেখানে তাদের কোন উপস্থিতি ছিল না, কেউ ভোটাধিকারও প্রয়োগ করতে যাননি। সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে ‘প্রতিযোগিতামূলক ভোটের’ নামে নাটক করা হয়েছে।

এতে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি হুমায়ুন সিকদার, যুগ্ম-সম্পাদক আবদুর রহমান, কোষাধ্যক্ষ নুরুল হক চকোরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউর রহমান মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ মনসুর, নির্বাহী সদস্য হাসানুর রশীদ ও মহিউদ্দিন মাহী।

51 Views

আরও পড়ুন

বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান

লাশের উপর নৃত্যঃ স্বপ্নের পথে কেনো রক্তের ছাপ?

শেরপুরে নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফে ইজিবাইকে মিললো১০হাজার ইয়াবা,আটক-২

সংসার সামলে হলেন বিসিএস ক্যাডার আরিফা

মণিপুরী মুসলিম শিক্ষার্থী সুমাইয়া এসএসসিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তিতে শীর্ষে

বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

রেজভীর কৃতিত্ব: গোল্ডেন এ প্লাস পেলেন মণিপুরী মুসলিমের মেধাবী শিক্ষার্থী

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার