ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

অর্থের অভাবে চিকিৎসা এখন প্রায় বন্ধ প্রতিবন্ধী রুবেলের।

প্রতিবেদক
admin
৫ নভেম্বর ২০১৯, ২:১৫ পূর্বাহ্ণ

Link Copied!


মোঃ রেজাউল করিম সবুজ :

তার ডাক নাম প্রতিবন্ধী রবিউল ইসলাম রুবেল। বযস ১৭ বছর। সবাই তাকে রুবেল নামে ডাকেন। রুবেল জন্ম কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নিজদেরপুর গ্রামে। তার পিতার নাম জসীমউদ্দিনের। ২ ভাই- মধ্যে সে বাবা-মায়ের ২ য় সন্তান। হঠাৎ সাংবাদিক দেখে ছুটে আসেন রুবেলর মা বাবা। সেখানে সে বর্ণনা করে তার প্রতিবন্ধী সন্তানের কিছু কথা।

রুবেলের না কি মাথার দুটি শিরা বন্ধ হয়ে গেছে। রুবেল আর চলাফেরা করতে পারছে না।
রুবেলর জন্ম, ২০০২ সালে।রুবেল জন্ম থেকে বুদ্ধি প্রতিবন্ধী শারীরিক ভাবে সে এখন অচল। এরপরও পরিবার অসহায় মাও শারীরিক প্রতিবন্ধী। তাদের সংসারে চরম দুর্ভোগ। প্রায় ১ লাখ টাকার অধিক খরচ করে চিকিৎসা করার পর আজ সে বড় অসহায়। দু-মুঠো ভাত জোটাতে পারছে না তার পিতা তাতে আবার ছেলের চিকিৎসা খরচ। অর্থের অভাবে চিকিৎসা এখন প্রায় বন্ধ। ফলে এখন দুর্বিসহ জীবনযাপন করছে।

আজও সে পায়নি কোন সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা ও ভাতা। ফলে তার জীবনটাকে বাঁচাতে এখন অনেক টাকার প্রয়োজন। রুবেল’র পিতা জসিমউদ্দীন দিন মজুরী কাজও করতে পারে না এখন কারণ তার বয়স ৮০ উদ্ধে সে দু-মুঠো ভাত যোগাতে পারচ্ছে না। এরপরে আর্থিক অনাটনের মধ্যেও সে তার ছেলের জীবনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থের অভাবে চিকিৎসা নেই। নেই কোন ওষুধ। ফলে রুবেল দিনদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলেও রুবেল প্রতিবন্ধী ভাতা পায়নি। ফলে রুবেলর পিতা-মা নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সু-দৃষ্টিসহ সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছে। সাংবাদিকদের হাত ধরে অনুরোধ করেছে, তাদের কষ্টের কথাগুলো পত্রিকায় প্রকাশ করার জন্য। রুবেল প্রতিবন্ধী তাই সমাজের সকল শ্রেণির মানুষের কাছে এলাকা বাসীর দাবি রুবেলর চিকিৎসার জন্য সবাই সাহায্যে জন্য এগিয়ে আসি,সেই সাথে রুবেলর জন্য দোয়া করি রুবেল যেন ভাল হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

আরও পড়ুন

নিভৃতে ভেসে যায় জীবন

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী-ড. হামিদ আযাদ

চকরিয়া নব প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা