মোঃ আবু সঈদ,দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হয়েছে। পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি এর অবদান হিসেবে নির্বাচনী এলাকা নিজ উপজেলা থেকে ৪টি প্রতিষ্ঠান এমপিওভূক্ত হওয়ায় দক্ষিণ সুনামগঞ্জে আনন্দের বন্যা বইছে।
শিক্ষা প্রতিষ্টানগুলো হলো পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি বসিয়া খাউরি বড়মোহা উচ্চ বিদ্যালয়, জয়কলস ইউনিয়নের নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী দীপু মনি ও পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুরু হয়েছে অভিনন্দন বার্তার মহৌৎসব। আনন্দ বিরাজ করছে চারিদিকে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকরা বলেন,
আমাদের বিদ্যালয়গুলো এমপিওভুক্ত হওয়ায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও আমাদের হাওররত্ন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয়ের কাছে চির কৃতজ্ঞ। আমরা আমাদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে এ সম্মান অক্ষুণ্ন রাখার চেষ্টা করবো।