মো শাহীন,
নাইক্ষ্যংছড়ি ( বান্দরবান) প্রতিনিধি
বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া।
শনিবার (২৪ আগষ্ট) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, বাইশারী ইউনিয়নের দক্ষিন বাইশারী, নারিচ বুনিয়া, গোদাম পাড়া এলাকায় ত্রাণ বিতরন সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং রাস্তা ঘাটের ক্ষয়ক্ষতি ও ভেঙ্গে যাওয়া বাড়ী ঘর গুলু দ্রুত মেরামতের জন্যে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান। তিনি ক্ষতিগ্রস্ত ২শত পরিবারকে চাউল, ডাউল, পিয়াজ, তৈল ও আলু বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা শাখার নাইক্ষ্যংছড়ির দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ হোছন, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, ইউ পি সদস্য নুরুল কবির, বিএনপির ইউনিয়ন সভাপতি আবদুল করিম বান্টু, সাধারন সম্পাদক আবুল কালাম, যুগ্ন সম্পাদক মোঃ ইউনুস, যুবদল সভাপতি ও ইউপি সদস্য নুর মোহাম্মদ পুতুন, জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন সম্পাদক মোঃ ছলিম, জমায়াত নেতা হাফেজ মমতাজ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আহসান হাবীব প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্ততা মোঃ জাকারিয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসায় বাংলাদেশ জামায়াতে ইসলামি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইশারী ইউনিয়ন শাখার নেতৃবৃৃন্দরা ও স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানান।