মফিজুল ইসলাম সৌরভ :
স্বেচ্ছাসেবী, পরিবেশ ও কৃষি উন্নয়নভিত্তিক সংগঠন ‘সবুজ বাংলাদেশ’র চট্টগ্রাম জেলার ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আরিফুল হক তায়েফকে সভাপতি এবং হাজী মোহাম্মদ মহসিন কলেজের ছাত্র মোঃ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: শাহীন আলম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আব্দুল কাদের সিয়াম, তাসমিয়া জান্নাত, মোঃশাহেদুল ইসলাম , যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া নূর আহমেদ ও অর্থ সম্পাদক অনিক বড়ুয়া প্রমুখ।
সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন চট্রগ্রাম জেলার পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সঠিক তারুণ্যের মাধ্যমে ‘সবুজ বাংলাদেশে’র স্বপ্ন বাস্তবায়িত করবে এইটাই প্রত্যাশা চট্টগ্রাম জেলা কমিটি থেকে।