ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ

গোয়াল ঘরের খুঁটি ধরে কাঁদে যে কৃষক

প্রতিবেদক
নিউজ এডিটর
৭ এপ্রিল ২০২১, ৯:২৬ অপরাহ্ণ

Link Copied!

অধ্যাপক শামসুল হুদা লিটনঃ

সংসারের নানা প্রয়োজন মিটাতে গ্রামের কৃষক সেই আদিকাল থেকেই গৃহপালিত পশু হিসেবে গরু বা হালের বলদ লালনপালন করে আসছেন। এমন সময় ছিল যখন জমি চাষাবাদের জন্য হালের বলদের কোন বিকল্প ছিল না। পরিবারের পুষ্টির চাহিদা যোগাতে প্রত্যেক কৃষক পরিবারেই ছিল একাধিক গাভী। হাল আমলে দুধ বিক্রির টাকা দিয়ে অনেক প্রান্তিক কৃষক পরিবারের সংসার চলে। আধুনিক পদ্ধতিতে গরু লালনপালন করে আজ অনেই স্বাবলম্বী হয়েছেন।
কিন্তু গ্রামের প্রান্তিক কোন এক কৃষকের সংসার চালানোর শেষ সম্বল হালের বলদ বা গরু যদি চুরি হয়ে যায় তাহলে তাঁর কষ্টের যেন সীমা থাকে না। অসহায় হয়ে পড়েন কৃষক ও কৃষক পরিবার। কৃষকের সংসার চলার পথ যেন ঝাপসা হয়ে যায়।
আজ আমি ৩ টি হালের বলদ চুরি হয়ে যাওয়া গ্রামের এক অসহায় কৃষকের দুঃখ কষ্টের কিছু কথা বলতে চাই।
এরশাদ সরকার। প্রান্তিক চাষি। নিজের ও পরের জমি চাষ করে স্ত্রী ও ১ ছেলে ১ মেয়ে নিয়ে কোন রকমে সংসার চলে তাঁর। মেয়ে মাদ্রাসায় আলিম ক্লাসে ও ছেলে কামিলে পড়ছেন। হালচাষের পাশাপাশি বছরে দুই একটা গরু বিক্রি করে এবং কৃষি ফসলের আয় দিয়ে অনেক কষ্টে ছেলে মেয়ের লেখা পড়ার খরচ যোগান ও সংসার চালান তিনি । কৃষক এরশাদ সরকার বছরখানেক আগে একটু সুখের আশায় ধারদেনা করে, জমি – লিচু গাছ বন্ধক দিয়ে কয়েকটি গরুর বাছুর কিনে লালনপালন শুরু করেন। এর মধ্যে দুটি গাভী ও একটি ষাঁড় রয়েছে। ইতোমধ্যে তাঁর ৩ টি গরুই বেশ বড় হয়েছে। আনুমানিক মূল্য হবে প্রায় দুই লাখ টাকা। কিন্তু গত ৬ এপ্রিল-২০২১ মঙ্গলবার দিবাগত রাতে গোয়ালঘর শূন্য করে তার সবকটি গরু চুরি হয়ে যায়। সংসার জীবনের শেষ সম্বল ৩ টি গরু চুরির ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন কৃষক এরশাদ সরকার। বুধবার বিকেলে এই প্রতিবেদককে দেখেই হাউমাউ করে কেঁদে উঠেন তিনি । গরু হারিয়ে তার স্ত্রীও বারবার মূর্ছা যাচ্ছেন।ছেলে মেয়ে দুটোর চোখে পানি। হালের বলদ ও গরু হারা অসহায় কৃষক এরশাদ সরকার খুঁটি ধরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন গোয়াল ঘরের দিকে যেখানে গৃহপালিত প্রিয় গরু গুলো বাঁধা ছিল। অঝোরে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন তিনি। এ দিকে পুরো পরিবারেই চলছে শোকের মাতম। আশপাশের গ্রামের অনেক মানুষ তাদের সান্তনা দেয়ার চেষ্টা করেছেন। নিকট আত্মীয়রাও ছুটে এসেছেন। পরিবারের কোন সদস্যের মৃত্যু হলে বাড়িতে যে পরিবেশ সৃষ্টি হয় – কৃষক এরশাদ সরকারের বাড়িতে যেন সে সরকম শোকাবহ ও বেদনাদায়ক পরিবেশ বিরাজ করছে। এ দৃশ্য দেখে যে কারো চোখের কোনে পানি ভীড় করবে। এ দৃশ্য দেখে আমার চোখের কোনে কখন যে পানি জমেছিল বুঝতেই পারিনি।
লেখকঃ
অধ্যাপক শামসুল হুদা লিটন
সাংবাদিক, কলামিস্ট ওগবেষক।

206 Views

আরও পড়ুন

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ

চাকসুতে অংশগ্রহণ করবে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চাকসু হল সংসদে পূর্ণ প্যানেল দিলো ছাত্রীসংস্থা

টেকনাফে২লাখ টাকার মুক্তিপণ দাবি,অপহৃত কিশোর উদ্ধার

র‍্যাব১৫-বিজিবির যৌথ অভিযানে টেকনাফে ৪০,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক মিয়ানমার নাগরিক আটক

পাহাড় বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে মুফিজ, নিরব বন কর্মকর্তা।

টেকনাফে ১ লক্ষ ৭০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কোচিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (CAB) ফার্মগেট ইউনিটের নতুন কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠিত

শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চকরিয়ায় জমি পরিমাপের আবেদন প্রভাবশালীদের বাধায় আটকা, শিক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনা

খাসিয়ামারা নদীর নাব‍্যতা রক্ষায় এবং মানুষের জীবনমানের উন্নয়নে সকলের সহযোগিতা চাই-ইজারাদার ‎

খুরুশকুলের আলোচিত মাদক কারবারি মোস্তাক ১৬ হাজার ইয়াবা সহ বিজিবি’র হাতে আটক