ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

ইবিতে খসে পড়েছে হলের ছাদের পলেস্তারা

প্রতিবেদক
admin
২৪ নভেম্বর ২০২২, ১১:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের রান্নাঘরে ছাদের পলেস্তারা খসে পড়েছে। এছাড়াও সামান্য বৃষ্টি হলেই ডাইনিং ও টিভি রুমে ছাদ চুইয়ে পানি পরে। ঐসব কক্ষের অধিকাংশ দেয়াল স্যাঁতসেঁতে রূপ ধারণ করেছে। কারণ হিসেবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে জোড়া-তালি সংস্কার’সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে হলের শিক্ষার্থী ও ডাইনিং সংশ্লিষ্টদের পক্ষ থেকে।

গতকাল (২৩ নভেম্বর) বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের রান্নাঘরে ছাদের আস্তরণ আকস্মিক ভাবে খসে পড়ে। এসময় সেখানে ৩ জন ডাইনিং কর্মী কাজ করছিলেন।

এ ঘটনায় ডাইনিং কর্মীরা অভিযোগ করে বলেন, অনেক দিন আগে থেকেই ছাদের এইরকম অবস্থা। সিমেন্ট, বালু দিয়ে অনেকবার কাজ করা হলেও কয়েকদিন যেতে না যেতেই আবার আগের মতো খসে পড়ে যায়। ডাইনিংয়ে আমরা মোট ৯-১০ জন কাজ করি। গতকাল যখন ঘটনাটি ঘটে তখন রান্না করছিলাম হঠাৎ করেই আস্তরণটি খসে পড়ে একটুর জন্য মাথায় পড়ে নি। যদি মাথায় পড়তো বড় ধরনের দুর্ঘটনা হয়তো হয়ে যেতে পারতো।

তারা আরও বলেন, ওয়ালগুলোর এখন যে অবস্থা যেকোনো সময়েই যেকোনো অঘটন ঘটে যেতে পারে। এই বিষয়গুলো সব প্রভোস্টকেই জানানো হয়েছে। যে প্রভোস্ট দায়িত্বে আসে তাকেই জানানো হয় কিন্তু কোনো কাজ হয় না। গতকাল আনুমানিক সাতটার দিকে ঘটনাটি ঘটে। কয়েক মাস আগেও ছাদের আস্তরণ পড়ে মহাজনের পা কেটে গিয়েছিল এইজন্য আমরা সবসময় ভয়ে থাকি কখন আবার ছাদ খসে পড়ে।

এদিকে হলের ২য় বর্ষের শিক্ষার্থী আকাশ বলেন, বৃষ্টি হলেই টিভি রুম ও ডাইনিং রুমের দেয়াল ঘেঁষে পানি পরে। যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সুরাহা করবে এই প্রত্যাশা করি।

সাদ্দাম হোসেন হলের ডাইনিং ম্যানেজার বলেন, এর আগেও কয়েকবার রান্নাঘরে খসে পড়েছে ছাদের পলেস্তরা। এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষকে জানালেও তেমন সুরাহা মিলছেনা।

এ বিষয়ে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বলেন, এই ঘটনাটি আমি শুনেছি কিন্তু ঘটনার পর আমি আর অফিসে যায়নি। ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ এখনো নেওয়া লাগবে। আমি কয়েকদিন আগেই লক্ষ করেছি ওখানকার ছাদের পুরোটাই ড্যামেজ হয়ে গিয়েছে। এখন ইন্জিনিয়ারিং অফিস কি করে দেখি যদি কোনো ব্যবস্থা না নেয় তখন হল থেকেই ব্যবস্থা করতে হবে। আর আমি হলের কর্মচারীদেরকে এই কয়েকদিন সাবধানে চলাফেরা করার জন্য বলেছি।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎