ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

হিজাব মামলায় রায় স্থগিত রাখল ভারতের সুপ্রিম কোর্ট

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
২২ সেপ্টেম্বর ২০২২, ৪:৫৭ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম : হিজাব মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। কর্নাটক শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব মামলা নিয়ে উত্তপ্ত হয় গোটা দেশ। এই মামলায় শুনানি স্থগিত রাখল শীর্ষ আদালত। ১০ দিন ধরে শুনানি চলার পর শীর্ষ আদালত হিজাব মামলায় রায় দেওয়া স্থগিত রাখল।

এর আগে হিজাম মামলায় শুনানি চলাকালীন একটি গুরুত্বপূর্ণ পর্বেক্ষণ করেছিল শীর্ষ আদালত। বলা হয়েছিল, ‘ক্লাসে হিজাব পরার অনুমতি দেওয়া হলে তা দেশের বৈচিত্র্যকে তুলে ধরার একটি সুযোগ এবং এতে শিশুরা ছোট বয়স থেকেই দেশের বৈচিত্র্য সম্পর্কে অবগত থাকবে।’ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট হিজাব মামলা নিয়ে রায়দান আপাতত স্থগিত রাখল।

শুনানি চলাকালীন ভারতের সলিসিটর জেনারেল তথা কর্ণাটক সরকারের আইনজীবী তুষার মেহতা দাবি করেন, কুরআনে উল্লেখ থাকলেই কোনও প্রথা জরুরি হয় না। শুধুমাত্র যে প্রথাগুলি নির্দিষ্ট শর্ত পূরণ করে সেগুলি জরুরি বলে বিবেচিত করা হয়। আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, সংবিধানের ভিত্তিতে আদালতের সিদ্ধান্ত নেওয়া উচিত।

প্রসঙ্গত, কর্নাটকের উদুপিতে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয়। তার পরেই গোটা দেশেই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। এই ঘটনায় হস্তক্ষেপ করে কর্নাটক সরকার। মামলা আদালত পর্যন্ত গড়ায়। কর্নাটক হাই কোর্ট তার রায়ে জানায়, হিজাব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নয়। সেই ক্ষেত্রে স্কুল বা কলেজের ইউনিফর্ম মেনেই পড়ুয়াকে শ্রেণিকক্ষে ঢুকতে হবে। হিজাব বিতর্ক নিয়ে কর্ণাটক হাই কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় মামলাকারীরা। সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষ হয় আজ। আপাতত হিজাব মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত