ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সাতকানিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রতিবেদক
admin
১৯ সেপ্টেম্বর ২০১৯, ৪:৫৭ অপরাহ্ণ

Link Copied!

মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সাতকানিয়ায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মোঃ সাজ্জাদ হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার দিবাগত রাতে সাতকানিয়া পৌরসভা সদরের একটি সড়ক থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সেই উপজেলার পুরানগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের রাজা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ধর্ষণের শিকার হওয়া কিশোরীর বাবা মারা যাওয়ার পর মায়ের অন্যত্র বিয়ে হয়। পরে ওই কিশোরী নানা-নানির সঙ্গে পুরানগড় আদর্শ গ্রামের নানার বাড়িতে বসবাস করে আসছিল। কিছু দিন আগে নানার বাড়ির প্রতিবেশি যুবক সাজ্জাদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার দুপুরে নানা-নানি তাঁদের এক স্বজনের মৃত্যুর খবর পেয়ে নাতনিকে ঘরে একা রেখে পাশের গ্রামে যান। রাত ১০টার দিকে ওই কিশোরী রান্নাবান্নার কাজ শেষ করে বাড়ির পাশের টিউবওয়েলে পানি আসতে যায়। এ সময় প্রতিবেশি সাজ্জাদ টিউবওয়েলের পাশে এসে ওই কিশোরীকে কথা আছে বলে পাশের লম্বাতলী পাহাড়ের দিকে নিয়ে যান। পরে সাজ্জাদ ওই কিশোরীকে জোর করে ও ভয় দেখিয়ে লম্বাতলী পাহাড়ের ওপর নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করেন। মঙ্গলবার ভোরে ওই কিশোরী কান্না করতে করতে নানার বাড়িতে এসে ধর্ষণের বিষয়টি স্বজনদের জানায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে ওই কিশোরীর খালা বাদী হয়ে সাজ্জাদ হোসেনকে আসামি করে থানায় মামলা করেছেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। তাছাড়া বুধবার দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ