ফারজানা আক্তার রাখি
————–
চলো হারিয়ে যাই অনেক অনেক দূরে।
দৃষ্টি প্রদীপ নিরব ছায়ায়, তোমার হাতটি ধরে,
একবার বলো যাবে কি আমার সাথে?
অনেক অনেক দূরে!
যেথায় আছে চির শান্তির নিঃশ্বাস,
আছে প্রকৃতির মনমাতানো স্নিগ্ধ বাতাস।
সোনালী সকালে ঘুম ভেঙে যাবে পাখিদের সুরেলা কলোরবে,
তুমি কি যাবে সেথায় আমার হাতটি ধরে?
সবুজের বিশাল চত্বরে দাঁড়িয়ে, অচেনা কন্ঠে প্রকৃতির নিঃশ্বাসে, ডাক দিবে কি আমায়, তাদেরই অজানা ভাষায়।
অনেক অনেক দূরে ;
যেখানে অবিশ্রান্ত বয়ে চলা ঝর্ণার নৃত্যে
মেঘের রাশিমালায় পাহাড়ি ঢালে মিতালী মেলায়,
অজানার একমুঠো দিগন্তে।
হাজারো তাঁরায়,চাঁদ যখন জ্যোৎস্না বিলাবে,
তুমি যাবে এমন অজানায় আমার হাতটি ধরে?
অনেক অনেক দূরে ;
আকাশের পানে তাকিয়ে রজনীগন্ধার সুরভীতে,
অজানার একমুঠো উল্লাসে, এক কুঞ্জ পথে হেটে,
দূর দিগন্তের খেয়ায় ভেসে, হারিয়ে যাবে কি আমার সাথে? অজানার সেই অন্তরীপে,
অনেক অনেক দূরে।
ফারজানা আক্তার রাখি
শিক্ষার্থী
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ