———
নারী বলে করো না তাচ্ছিল্য অপমান;
আমরাই তোমাদের এনে দিতে পারি!
বিশ্ব জয়ের সম্মান।
গর্জে উঠো নারী প্রতিবাদী হও,
নিজেদের প্রাপ্ত অধিকার টুকু আদায় করে নেও।
মনে রেখ তুমি,
বিশ্ব জয়ের কল্যাণে; তোমাদের অবদান কম নয়।
নারী তুমি মাতা,ভগ্নি,পত্নি ও তনয়া
এ বিশাল জগৎ সংসারে;
তবে কেন,তুমি নির্যাতিত,ধর্ষিত,অপমানিত হবে।
গর্জে উঠো নারী প্রতিবাদী হও,
নিজেদের প্রাপ্ত অধিকার টুকু আদায় করে নেও।
এ বিশ্বে যত
জ্ঞানী -গুনী,সুফী-দরবেশ!
সবই তোমাদের গর্ভে হয়,
এ জগতে যত শুভ মঙ্গলময় কাজ রয়েছে;
তার অবদান শুধু পুরুষের নয়।
গর্জে উঠো নারী প্রতিবাদী হও,
নিজেদের প্রাপ্ত অধিকার টুকু আদায় করে নেও।
এ ধরণীর সবই অচলাবস্থায়
যদি তোমার স্পর্শ না পায়,
তবে কেনো তুমি প্রতিবাদ করোনা?
জুলুম,অত্যাচার,অবিচার ও অধর্মের;
তাই তুমি প্রতিবাদী হও,
তোমার পাওনা অধিকার টুকু আদায় করে নেও।