মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল
হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতাঃ
হাটহাজারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কে জানি শীর্ষক অনুষ্ঠানে বাঙ্গালী জাতির সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের,প্রত্যেক্ষদর্শীদের অভিজ্ঞতার বর্ণান এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের থেকে স্বাক্ষাৎকার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান কে চারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কাউট দল রাষ্ট্রীয় গার্ড অব অনারের মাধ্যেমে সম্মান জানিয়ে, কোরাআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের সুচনা ঘটে।
২ অক্টোবর বুধবার দুপুর বারটার দিকে চারিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে এ স্বাক্ষাৎকার সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার মোঃ হোসেন মাস্টার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মহিন উদ্দীন এবং মুক্তিযুদ্ধের প্রত্যেক্ষদর্শীদের অভিজ্ঞতার বর্ণান চারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সালাউদ্দীন জাহাঙ্গীর।
সহকারী প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং শিক্ষক ইফতেখার আজমের সঞ্চালনায় মুক্তিযুদ্ধ বিষয়ক স্বাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ স্বাক্ষাৎকার অনুষ্ঠানে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ১৭টি গ্রুপে বিভক্ত হয়ে বীর মুক্তিযোদ্ধাকে তিনটি প্রশ্ন,প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান কে এবং প্রত্যেক্ষদর্শীকে ও ভিন্ন ভিন্নভাবে তিনটি করে প্রশ্ন করা হয়। তারা খুব সুন্দরভাবে সাবলীল ভঙ্গিতে এ সব প্রশ্নের উত্তর প্রদান করেন।
এসময়উপস্থিতছিলেন,বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সদস্য সিদ্দিকী আহমেদ,মফিজুর রহমান চৌধুরী,মনু মিয়া,শিক্ষক বিশ্বজিৎ রায়সহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০