স্টাফ রিপোর্টার : মির্জা নাদিম
১৬ মার্চ দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মোঃ আব্দুল আল আমিনের নেতৃত্বে সোনাগাজী পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোঃ আব্দুল আল আমিন বলেন, "দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে, কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আমরা এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি করছি। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের আন্দোলন চলবে, যতদিন না ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়।"
মিছিলে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, ২নং বগাদানা ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মোঃ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, ৩নং মঙ্গলকান্দী ইউনিয়ন তাঁতী দলের সভাপতি সাইদুল হকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সাধারণ মানুষও সংহতি প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০