মির্জা নাদিম, স্টাফ রিপোর্টার
ফেনীর সোনাগাজীতে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখায় ৩নং মঙ্গলকান্দী ইউনিয়নের দুই তরুণ নেতাকে পুরস্কৃত করেছে বক্তারমুন্সী বাজার ব্যবস্হাপনা কমিটি। পুরস্কারপ্রাপ্তরা হলেন—৩নং মঙ্গলকান্দী ইউনিয়ন তাঁতীদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা শাওন ও ইউনিয়ন ছাত্রদলের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবু সাঈদ।
গত সোমবার ( ০৩ মার্চ ) রাত ১০ টায় বক্তারমুন্সী বাজার ব্যবস্হাপনা কমিটির সভাপতি মীর নাসির উদ্দীন বক্তারমুন্সী জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মো. আব্দুল আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুর করিম, ৩নং মঙ্গলকান্দী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর আরমান, সহ-সভাপতি মো. মিলন, যুবদল নেতা আরমান, ২নং বগাদানা ইউনিয়ন তাঁতীদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম সুজনসহ আরও অনেকে।
উপস্হিত বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং তরুণদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন। তারা বলেন, "মাদক সমাজ ও রাষ্ট্রের শত্রু। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে একসঙ্গে কাজ করতে হবে।"
অনুষ্ঠান শেষে দুই নেতার এই ভূমিকার প্রশংসা করে তাদের আরো দায়িত্বশীলভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০