ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

বর্ণিল আয়োজনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১:২৭ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ,শান্তিগঞ্জ থেকেঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো: সাইদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান বলেন, এই দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন। তোমরা আজ নতুন জীবনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পদার্পণ করতে যাচ্ছ। গ্রামীণ জনপদে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানকার শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, সে জন্য সরকার ও মঞ্জুরি কমিশন সব ধরনের সহযোগিতা করবে। এখানে নিজের মত নিজেদের গড়ে তুলতে পারবে। তিনি শিক্ষার্থীদেরকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।শুরুতে তিনি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী ও তার পরিবারকে স্মরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দিন বলেন, সুবিপ্রবি একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয়, যা ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইতিমধ্যে একটি ডাবল ডেকার বাস সংযোজন করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য হলের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে যা যা প্রয়োজন সব করা হবে। নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তোমরা যেন এ বিশ্ববিদ্যালয়ের নামের সাথে সঙ্গতি রেখে সততা, অধ্যবসায় ও উদ্যমে এগিয়ে যাও।
তোমরা ভালো মানুষ হবে, মানবিক মানুষ হবে। দেশের, সমাজের ও বিশ্বের উন্নয়নে কাজ করবে।

তিনি জুলাই-আগস্ট ২০২৪ শে নিহত শহীদদের স্মরণ করেন এবং আহতদের সুস্হতা করেন।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক শান্তা রানী সাহা’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন বিজ্ঞান অনুষদ এর ড. হারুন অর রশিদ, প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ হেমায়েত মিয়া,
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক অত্র ওরিয়েন্টেশন প্রোগ্রামের আহবায়ক ড. মোঃ মোবারক হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান মোঃ রাশেদ মাহমুদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ২য় সেমিষ্টারের শিক্ষার্থী তাকবিল এইচ এস চৌধুরী, রসায়ন বিভাগের প্রথম বর্ষের ২য় সেমিষ্টারের শিক্ষার্থী পূজা রায়, নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন গনিত বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সুজা, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহেল রানা, রসায়ন বিভাগের শিক্ষার্থী সোহাদা জান্নাত নার্গিছ, আল বারাদী, সিএসই বিভাগের শিক্ষার্থী জুই রানী নাথ।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাবৃন্দ, নবীন ও অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

423 Views

আরও পড়ুন
চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা">

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন" প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি...
চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা

গোরকঘাটা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

বিবিসিতে তারেকের সাক্ষাৎকারঃ ভারতীয় আগ্রাসন ও আওয়ামী খুনিচক্রের বিরুদ্ধে নীরব উচ্চারণে বজ্রনিনাদ

শান্তিগঞ্জে বাউল বশির উদ্দিন সরকার প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ আটক ২৪

টেকনাফে র‌্যাবের অভিযানে ১৩ রোহিঙ্গা আটক

মহেশখালীতে পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম আসামি রবিউল গ্রেফতার করেছে র‍্যাব-১৫

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য মনোনীত হলেন সুবিপ্রবি উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন

শান্তিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে গুরুতর আহত-৫ জন: এক শিশুর হাত দ্বিখন্ডিত

প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন

মাদারীপুরে বাক প্রতিবন্ধী পিতার বড় ছেলে সম্রাটের মৃত্যু

উখিয়ায় থানা পুলিশের অভিযান : অস্ত্র সহ আটক ৪