রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
বাংলাদেশে স্বাস্থ্য সহকারীরা টিকাদানে অবদান রাখার জন্য জাতিসংঘে ইউনিসেফ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো উপাধীতে ভূষিত করেছেন। এজন্য জামালপুরের স্বাস্থ্য সহকারীগণ বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা শহরে অভিনন্দন বার্তা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছেন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুুর জেলার স্বাস্থ্য সহকারীদের আয়োজনে জেলা সিভিল সার্জন প্রাঙ্গন থেকে বর্ণ্যঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বক্ষব্যাধি ক্লিনিকের মেডিক্যাল অফিসার ডাঃ স্বাগত সাহা। পরে বকুল তলায় এক পথ সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমান, হবিবুর রহমান, স্বাস্থ্য সহকারী তরফদার আরিফুর রহমান,আবু বক্কর সিদ্দিকী, মতিউর রহমান ও তাহেরুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী আরফিনা আক্তার মায়াবী, বিপুল আহমেদ, মোস্তাফিজুর রহমান, আবু সায়েদ, আব্দুস সামাদ, নয়ন মিয়া, সরোয়ার জাহান, আব্দুল মাজেদ, লুৎফর রহমান, শহিদুল ইসলাম, আব্দুন নূর, জহুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা টিকাদানে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো উপাধী পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন। একজন মায়ের গর্ভবতী হওয়া থেকে শুরু করে প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবায় প্রদানে স্বাস্থ্য সহকারীরা অক্লান্ত পরিশ্রম করেন। এছাড়াও মা ও শিশুদের টিকা দান ও এ বিষয়ে সচেতন করার জন্য স্বাস্থ্য সহকারীরা টেকনিক্যাল কার্যক্রম পরিচালনা করে থাকেন। এজন্য বক্তারা স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যদা প্রদানসহ ১১তম গ্রেড এ উন্নতি করার জন্য দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০