ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
“জীবনের আগে জিবীকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
২২ অক্টোবর (মঙ্গলবার) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন, বিআরটি, সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে কালেক্টর চত্বর থেকে একটি র্যালী বেড় করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা সহ স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পরে অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার, বিআরটি এর উপ-পরিচালক ফারুক আলম, সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক ননী গোপালবর্মন, ট্রাফিক পরিদর্শক আবু রায়হান সিদ্দিক সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০