বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। বোয়ালখালী সিরাজুল ইসলাম (ডিগ্রি) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ।
সংগঠনের পরিচালক এস এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালব্ ‘‘জ’’ অঞ্চলের পরিচালক উত্তম কুমার দে।
এতে বিশেষ অতিথি ছিলেন কালব্ চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার জেলা ব্যবস্থাপক ছাজেং অং, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহসিন উদ্দিন, সংগঠনের বোয়ালখালী উপজেলার সম্পাদক নজির আহমদ, ট্রেজারার হেলাল উদ্দিন মো. সাইফুল ইসলাম, গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ, পরিচালক মো. ইলিয়াছ ও শিক্ষক মো. ফারুক ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য হাসান চিশতি ও দীপেন ভট্টাচার্য।
সভাশেষে সংগঠনের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মো. সাইফুল ইসলাম, সেক্রেটারি নজির আহমদ, ট্রেজারার তৌহিদুল ইসলাম, ডিরেক্টর মোহাম্মদ ইলিয়াছ ও সুমী বড়ুয়া।