নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাদের গ্রেড ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের জন্য প্রধান উপদেষ্টা বরাবর প্রদানকৃত স্মারকলিপি আজ সোমবার (২৪ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ।
উপদেষ্টা ধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সোমবার চট্টগ্রাম আসলে সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি ৯ম গ্রেডে উন্নীতকরণ দাবি সম্পর্কিত স্মারকলিপিটি সংগঠনের চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ উপদেষ্টার হাতে তুলে দেন।
চট্টগ্রাম বোট ক্লাবে স্মারকলিপি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষার চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. আতাউর রহমান, চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান, প্রাথমিক শিক্ষার চট্টগ্রাম বিভাগীয় সহকারী উপপরিচালক মামুন কবির, বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি সোহেল রায়হান রাশেদ, সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ কাউসার, লিপি রাণী গোপ, লায়লা বিলকিস, রঞ্জন ভট্টাচার্য, নিজাম উদ্দিন, সৈয়দ আবু সুফিয়ান, সৈয়দা আমাতুল্লাহ আরজু, উম্রাচিং চৌধুরী প্রমুখ।