সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া:
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের বর্ধিত সভায় বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যেতে তৃণমুলের মুজিব সেনাদেরও সততা ও নিষ্টার সাথে কাজ করতে হবে। দেশের উন্নয়ন হলে প্রতিটি নাগরিকেই উন্নয়ন হবে।
সভায় সাংগঠনিক বিষয়ে বক্তারা বলেন, আওয়ামীলীগের সভানেত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই কাজ করতে হবে সবাইকে। আওয়ামীলীগের সুনাম বৃদ্ধির পাশাপাশি দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সকল বিভেদ ভুলে এককাতারে আবদ্ধ হতে হবে সবাইকে। যারা ত্যাগী ও সাংগঠনিকভাবে কাজ করবেন তাদেরকে দলে মুল্যায়িত করতে হবে। বুধবার বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। এতে প্রধান অতিথি ছিলেন-কক্সবাজার আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র। চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন- চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপি, জেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম, প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল কাদের বিকম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম মুকুল, রজতিন দাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট তাফস রক্ষিত, সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।সভায় পৌরসভা ও প্রত্যেক ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০