ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

পরিকল্পিত হত্যাকাণ্ডের দাবী নিহতের ছেলের ;
পেকুয়া থেকে নারীর মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ এডিটর
২৫ জানুয়ারি ২০২২, ৮:৪০ অপরাহ্ণ

Link Copied!

মোহাম্মদ সোহেল আরমানঃ-

কক্সবাজারের পেকুয়ায় বাম হাত ও দুই পায়ের রগকাটা অবস্থায় মোহছেনা আক্তার (৩৭) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে পেকুয়া সদর নুইন্যামুইন্যা ব্রিজ বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত নারী কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে কৃষকরা ক্ষেতে চাষাবাদ করতে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মৃতদেহ আশেপাশে কোনো রক্তের চিহ্ন নাই। তবে পরিহিত বোরকায় রক্তের দাগ রয়েছে। লাশের পাশেই একটি ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগে মুঠোফোন, স্মার্টকার্ড ও কিছু টাকা রয়েছে।

স্মার্টকার্ডের তথ্য অনুযায়ী নিহতের বাড়ি কক্সবাজার শহরে। সে কিভাবে পেকুয়া আসলো কিংবা কেউ নিয়ে আসলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থালে সিআইডি ও পিবিআই ও পুলিশের ক্রাইম ইউনিট এসেছে। তারা মৃতদেহ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

তবে নিহতের ছেলে আরিফ জানিয়েছে, টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সৎ বাবা রিদুয়ান। আমার বাবা মালেশিয়ায় থাকতো। সেখানে গত বছর মারা যান। আমার বাবার সঙ্গে মালেশিয়ায় পরিচয় হয় চকরিয়া উপজেলা কোনাখালীর রিদুয়ানের। এরপর রিদুয়ান দেশে আসলে আমাদের পরিবারের সাথে সম্পর্ক গড়ে ওঠে। সাত আট মাস আগে রিদুয়ানের সঙ্গে আমার মায়ের বিয়ে হয়।

তবে আমার মা কখনও রিদুয়ানের বাড়িতে থাকেনি। রিদুয়ানই আমাদের সাথে শহরের খাজামঞ্জিল এলাকায় এসে মাঝে মধ্যে থাকতো। গেল সোমবার দুপুরে রিদুয়ান আমার মাকে ফোন করে টাকার জন্য যেতে বলে। পরে দুপুর ২টার দিকে মা টাকার জন্য কোনাখালীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর মঙ্গলবার পুলিশের ফোনে জানতে পারি আমার মায়ের মৃতদেহ পেকুয়া সদরের নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন বিল থেকে উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের স্বজনদের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

2,422 Views

আরও পড়ুন

পরিবেশ, হাওর ও জলাভূমি রক্ষায় যুব সমাজের অংশগ্রহণ অপরিহার্য

টেকনাফে র‍্যাব-বিজিবি’র যৌথ অভিযানে সাড়ে৩লাখ ইয়াবা উদ্ধার,আটক-১

দূর্গা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে র‍্যাব ১৫ কক্সবাজার

মধ্যনগরে গুণী শিক্ষক নির্বাচিত হলেন অজয় কুমার রায়

ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় ১ দিন বাড়ালো

চাকসুতে প্রার্থী হচ্ছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ

চাকসুতে অংশগ্রহণ করবে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চাকসু হল সংসদে পূর্ণ প্যানেল দিলো ছাত্রীসংস্থা

টেকনাফে২লাখ টাকার মুক্তিপণ দাবি,অপহৃত কিশোর উদ্ধার

র‍্যাব১৫-বিজিবির যৌথ অভিযানে টেকনাফে ৪০,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক মিয়ানমার নাগরিক আটক

পাহাড় বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে মুফিজ, নিরব বন কর্মকর্তা।