বিশেষ প্রতিনিধি
টঙ্গীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত নবম শ্রেণির শিক্ষার্থী রাফি চৌধুরীকে হাসপাতালে দেখতে গেছেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজল।
রাজধানীর উত্তরার সিন সিন জাপান হাসপাতালে ভর্তি আহত শিক্ষার্থীর খোঁজখবর নেন সেলিম কাজল। এ সময় গণমাধ্যমকে সেলিম কাজল বলেন,‘কিশোর গ্যাংয়ের কোনো দল নেই, কোনো ধর্ম-বর্ণ নেই। তারা হিংস্র—যে কোনো অপরাধ করতে পারে। কিশোর গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে। আজ রাফি চৌধুরী হাসপাতালে, অন্যদিন হয়তো অন্য কোনো শিক্ষার্থী হাসপাতালের বিছানায় থাকবে, কারও জীবনও চলে যাবে—যদি তাদের আইনের আওতায় না আনা হয়।’
তিনি ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা রাজনৈতিকভাবেও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। সমাজ থাকবে মাদক, অস্ত্র ও কিশোর গ্যাংমুক্ত। মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সে জন্যই কাজ করবো।’
উল্লেখ্য, গত ২৪ জুলাই টঙ্গী পাইলট স্কুলের মাঠে কিশোর গ্যাংয়ের হামলায় নবম শ্রেণির শিক্ষার্থী রাফি চৌধুরী ও তার দুই বন্ধু আহত হয়। রাফির অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন তিনি আইসিইউতে ছিলেন। এখনও তিনি চিকিৎসাধীন।