ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

স্মৃতির ডায়েরিটা বাবা-হীন, কত মলিন!

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ জুন ২০২০, ৫:৫১ অপরাহ্ণ

Link Copied!

স্বর্ণালী আক্তার খাদিজা।
বাবা, সে তো আমার জীবন বৃক্ষের ছায়া, আমার খেলার সাথী। আমার হাসি, কান্না, সকল অনুভুতি প্রকাশের একমাত্র স্থান। আমার প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয় সকল প্রশ্নের উত্তরদাতা। বলা যায়, বাবা আমার জীবনের বিশ্বকোষ। বাস্তব জীবনে চলার পথ থেকে শুরু করে রূপকথার রাজ্য ঘুরে আসার একমাত্র সঙ্গী।

তোমার হাত ধরে সেই অচেনা পথ অনেক দিন চেনা হয়ে উঠে না বাবা। তোমার কোলে মাথা রেখে লম্বা সময় চাঁদের জোছনা দেখা
হয়ে উঠেনা। তোমার হাত ধরে কল্পনার রাজ্যে ঘুড়ে বেড়ানো, চাঁদের বুড়ির চরকা কাটাসহ রাজা-রাণী, রাক্ষস-খোক্ষসদের গল্প এখন আর কানে বাজে না। দিনভর ক্লান্তি অবসাদের বিপরীতমুখী প্রশান্তির সেই ডাকও অনেক দিন হলো শোনা হয় নাই। তোমার মধুর কন্ঠে “মা” ডাকও অনেক দিন কানে আসে না। তোমার হাতের একমুঠো ভাত অনেক দিন হলো খাওয়া হয়ে উঠে না। আমাদের কত শত স্মৃতি এখন আর স্মৃতি ব্যাংকে সঞ্চয় করা হয় না, বাবা। অনেক দিন হলো, দুচোখ ভরে তোমায় দেখাটাও হয়ে উঠছে না, বাবা।

ইচ্ছে করে, তোমায় আবার একবার ফিরে পাই। হাজারো স্মৃতিতে ভরে উঠবে অনুভুতির খাতা। হয়তো, এটা আমার স্বপ্নই দেখে যাবে। চিরন্তন সত্যকে কেউ মিথ্যা বানাতে পারে বলো! এই জনমে তোমায় আর নাই-বা পাই, আখিরাতে যে তোমার বুকে একটু ঠাঁই চাই। অদূরে তুমি ভালো থেকো বাবা। এটাই কাম্য।

শিক্ষার্থী, কদমরসূল সরকারি কলেজ।

 

 

 

ইকবাল/এসআর/ঢাকা।

367 Views

আরও পড়ুন

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় লোহাগাড়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা পটিয়ায় বৃদ্ধ নিহত