ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ফাইনাল খেলায় বালক ও বালিকাসহ চারটি দল অংশগ্রহণ করে।

উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বালিকাদের ফাইনালে পোপাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চরখিজিরপুর মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে, বালকদের ফাইনাল খেলায় পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পূর্ব চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ। প্রধান শিক্ষিকা ইসমাত ফারজানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর বোরহান উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যথাক্রমে শাহেদা বেগম, বিকাশ ধর, শাহরিয়ার সুলতানা, প্রধান শিক্ষক নজির আহমদ, নুরুল হুদা চৌধুরী, মো. ইলিয়াস, কাজল কান্তি চৌধুরী, সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন, মো. ফারুক ইসলাম, মো. ওসমান, মো. নুরুল কবির, মোহাম্মদ উল্ল্যাহ প্রমুখ। খেলা পরিচালনা করেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক প্রজীব কুমার বড়ুয়া।

603 Views

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে জায়গা পরিবর্তনের কোন সুযোগ নাই ——————-সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

বোয়ালখালীতে ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৬০০বস্তা সারসহ ট্রলার জব্দ,আটক-১০