ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ

Link Copied!

আব্দুল্লাহ আল মারুফ :

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে “জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫” আয়োজিত হয়।

২৪ জুলাই দুপর ২.৩০ মিনিট পাঁচ খোলা, মাদানি এভিনিউ, ১০০ ফিট রোড হ্যাংগ আউট টার্ফ ফুটবল মাঠে উদ্বোধনী ম্যাচ শুরু হয়। এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ২৬ জুলাই।

“জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এ নর্থ সাউথ, আইইউবি,নর্দান, ইউআইইউ, এআইইউবি,সাউত ইস্ট, মানারাত, উত্তরা,বিইউএফটি,অতীশ দীপংকর, আহসানুল্লাহ ইউনিভার্সিটি,ঢাকা ইনশাআল্লাহ, ডেফোডিল ইউনিভার্সিটি,ইস্ট ওয়েস্ট,গ্রিন ইউনিভার্সিটি সহ ২৬টি ইউনিভার্সিটির মোট ৩২ টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে।

নক আউট সিস্টেমের এই খেলায় প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ সহ চ্যাম্পিয়ান ট্রফি ও প্রাইজ মানি পনেরো হাজার টাকা, রানার্সআপ ট্রফি সহ প্রাইজ মানি দশ হাজার টাকা। ট্রাইবেকারে নর্দান ইউনিভার্সিটি বিইউবিটিকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

রানারআপ হওয়া টিম বিইউবিটির এক শিক্ষার্থী জানান, এমন একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে তারা আরও বেশি ছাত্র বান্ধব কাজে এগিয়ে আসবে এমন প্রত্যাশা রইলো।

চ্যাম্পিয়ান হওয়া নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, আমরা অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছি,কিন্তু ছাত্রশিবিরের আয়োজনে টুর্নামেন্টটি ব্যতিক্রম মনে হয়েছে। তারা সুশৃঙ্খল ভাবে টুর্নামেন্ট পরিচালনা করেছে।

নামাজের সময় টার্ফে নামাজ আদায়ের বিষয়টি শিক্ষার্থীদের নজর কেড়েছে। এছাড়াও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেসব ইউনিভার্সিটির টিম উঠেছে তাদের সবাইকে উপহার হিসেবে আল কুরআনের বঙ্গানুবাদ দেওয়া হয়েছে।

আয়োজন সম্পর্কে প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম জানান,আমরা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এই আয়োজন করেছি। আমরা চাই এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একে-অপরের সাথে সম্পর্ক দৃঢ় করুক। তাদের মাঝে সম্প্রীতির মেলবন্ধন হোক।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা জুলাই বিপ্লবকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মানে অংশীদার হবে এমন প্রত্যাশা করি। আমরা চাই প্রতিটি ক্যাম্পাসে ইসলামের সুমহান সৌন্দর্য পৌঁছে দিতে।

উক্ত টুর্নামেন্টে ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সেক্রেটারি আশরাফুল ইসলাম জায়েদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি জাহিদুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান,
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির,প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

346 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

সাগরপথে পাচারকালে নারী-শিশুসহ২৯জনকে উদ্ধার,মানব পাচার চক্রের তিন সদস্য আটক

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ।।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থীতা চেয়ে মতবিনিময় সভায় অংশ নিলেন এম এ মালেক খান

শান্তিগঞ্জে সুবিপ্রবি’র স্হায়ী ক্যাম্পাস দ্রত বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা

শান্তিগঞ্জে বসত বাড়ী জোর দখলের অভিযোগে পরিদর্শনে মানবাধিকার চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান

ফেনীর ফাজিলপুরে মহিলা জামায়াতের কুরআন তালিমে হামলার অভিযোগ।

জনগণ জেগে উঠেছে, আসছে ন্যায়-ইনসাফের বাংলাদেশ”—চকরিয়ায় ড. হামিদ আজাদ

আ.লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত : বুলু

মিঠাপুকুরে বিএনপি কর্মী আশিকুর রহমান লিমনের জামায়তে যোগদান

দোয়ারাবাজারে বিএনপি নেতা মামুন মিয়ার সংবাদ সম্মেলন

দোয়ারাবাজারে বিএনপি নেতা মামুন মিয়ার সংবাদ সম্মেলন