ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রাবিতে বার্ষিক উদ্ভিদ বিজ্ঞান সম্মেলন শুরু

প্রতিবেদক
নিউজ এডিটর
৩১ মার্চ ২০২২, ১২:৪২ পূর্বাহ্ণ

Link Copied!

রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির বার্ষিক সম্মেলন-২০২১ রাবিতে শুরু হয়েছে। বুধবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি লোকমান হোসেন মিয়া বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতি বাংলাদেশে সংশ্লিষ্ট ক্ষেত্রে উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। উদ্ভিদবিজ্ঞানের গবেষণা ও উন্নয়নের সাথে জড়িয়ে আছে দেশের খাদ্য নিরাপত্তাসহ সার্বিক উন্নয়ন। বৈশ্বিক জলবায়ুগত পরিবর্তনের কারনে আমাদের পরিবেশ ও প্রতিবেশগত অনাকাঙ্খিত পরিবর্তন ঘটেছে। উদ্ভিদবিজ্ঞানীগণ তাদের গবেষণার মাধ্যমে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। তাদের গবেষণার ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগামীতেও এই ধারা অক্ষুন্ন থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে এই সম্মেলন তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী। টেকসই উন্নয়নের জন্য উদ্ভিদবিজ্ঞানে গবেষণা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন, কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ ও খাদ্য নিরাপত্তা বিধানে উদ্ভিদবিজ্ঞানীদের মৌলিক গবেষণার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কৃতবিদ্য শিক্ষক মাঠ পর্যায়ে টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করেছেন এবং তার কারনেই স্টেবেরি চাষে অভূতপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলি থেকে আগামী দিনের জন্য উদ্ভিদবিজ্ঞান গবেষণার এক পথরেখা পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।

ইনোভেটিভ রিসার্স ইন প্ল্যান্ট সায়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলনে একটি প্লিনারি সেশন, একটি বিশেষ সেশনসহ চারটি টেকনিক্যাল সেশনে শতাধিক প্রবন্ধ উপস্থাপিত হবে। এছাড়াও সম্মেলনে একটি পোস্টার সেশনও রয়েছে। সম্মেলনে দেশ-বিদেশের প্রায় দুইশত উদ্ভিদবিজ্ঞানী, শিক্ষক ও গবেষক অংশ নিচ্ছেন।##

1,223 Views

আরও পড়ুন

কক্সবাজারকে নিরাপদ শহর গড়ে তুলা হবে- র‍্যাব সিও কামরুল হাসান

শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

সাগরপথে পাচারকালে নারী-শিশুসহ২৯জনকে উদ্ধার,মানব পাচার চক্রের তিন সদস্য আটক

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ।।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থীতা চেয়ে মতবিনিময় সভায় অংশ নিলেন এম এ মালেক খান

শান্তিগঞ্জে সুবিপ্রবি’র স্হায়ী ক্যাম্পাস দ্রত বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা

শান্তিগঞ্জে বসত বাড়ী জোর দখলের অভিযোগে পরিদর্শনে মানবাধিকার চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান

ফেনীর ফাজিলপুরে মহিলা জামায়াতের কুরআন তালিমে হামলার অভিযোগ।

জনগণ জেগে উঠেছে, আসছে ন্যায়-ইনসাফের বাংলাদেশ”—চকরিয়ায় ড. হামিদ আজাদ

আ.লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত : বুলু

মিঠাপুকুরে বিএনপি কর্মী আশিকুর রহমান লিমনের জামায়তে যোগদান

দোয়ারাবাজারে বিএনপি নেতা মামুন মিয়ার সংবাদ সম্মেলন