তাসনীম তামান্না, ঢাবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইউনেস্কো ক্লাবের উদ্যোগে 'আন্তর্জাতিক অহিংসা দিবস' পালিত হয়েছে। অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিক নেতা মাহাত্মা গান্ধীকে স্মরণ করা হয়।
সোমবার (২ অক্টোবর, ২০১৯) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি বিভাগে এ অনুষ্ঠান আয়োজিত হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি তারিক মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক ইসরাত জাফরিন, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক কাজী মাফরুহা ইসলাম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মুস্তাকিম হোসাইন খান, দপ্তর সম্পাদক তামান্না আক্তার, কার্যনির্বাহী সম্পাদক নাবিলা বিনতে করিম, আসিফুর রহমান, তানজিনা নাজনীন তানিয়া, ইমদাদুল হক ইমন, ইমামন্তি অনন্ত,নাফিসা শৈলী,মৃদুলাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০