ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

জুলাই শহীদদের স্মরণে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক
ক্যাম্পাস সাব-ইডিটর
২১ জুলাই ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি

গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণের পর জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, “এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি পরিবেশগত উদ্যোগ নয়, এটি শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রতীক। যারা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সেই ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে আন্দোলন ও সংগ্রামে সচেতন এবং সক্রিয় থাকবে।”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল কর্মসূচি প্রসঙ্গে বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল এ দেশের স্বাধীনতাকামী ছাত্রসমাজের এক সাহসী ও গৌরবময় অধ্যায়। সেই গৌরবগাথার অংশীদার শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই আমরা এই কর্মসূচি পালন করেছি।”

সংগঠনের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আমরা তাদের ত্যাগকে চেতনায় ধারণ করি এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তাদের সেই আত্মত্যাগের মহিমাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই।”

নেতাকর্মীরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা শহীদদের আদর্শকে ক্যাম্পাসে বাঁচিয়ে রাখতে চান এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে ভবিষ্যতেও সোচ্চার থাকবেন।

আরও পড়ুন

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত