ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ

জিইউবি’তে পাবলিক হেলথ বিভাগের প্রথম ব্যাচের বিদায় অনুষ্ঠান আয়োজিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ

Link Copied!

গত শুক্রবার, ১লা আগস্ট ২০২৫, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পাবলিক হেলথ বিভাগ কর্তৃক বিভাগের প্রথম ব্যাচের বিদায় অনুষ্ঠান-২০২৫ জিইউবি-র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

আবেগ, স্মৃতি এবং নতুন আকাঙ্ক্ষায় ভরা একটি স্মরণীয় দিন হিসেবে এটি বিদায়ী শিক্ষার্থীদের মনের গভীরে জায়গা করে নেয়। অনুষ্ঠানের শুরুতে, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের হৃদয়ের উষ্ণ আবেগ এবং ভালোবাসায় সিক্ত করে তাদের বিদায় অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানটি কৃতজ্ঞতা, অনুপ্রেরণা এবং ভবিষ্যতের জন্য আশার এক প্রাণবন্ত মিশ্রণে পরিণত হয়। তাদের সাথে, মনির হোসেন, সাকিব আল হাসান, মোহাম্মদ জনি এবং সাদিয়া খাতুন প্রথম ব্যাচের পক্ষ থেকে তাদের হৃদং নিংড়ানো আবেগঘন বিদায়ী বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে, পাবলিক হেলথ বিভাগের প্রভাষক মো. আবু হাসনাত আবদুল্লাহ বিদায়ী শিক্ষার্থীদের বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মানিত করেন, ভবিষ্যতে বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নের জন্য একটি শক্তিশালী নেতৃত্ব তৈরী করার আহ্বান জানান।

জিইউবি’র জৈব ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন এবং পাবলিক হেলথ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহজাহান শিক্ষার্থীদের দূরদৃষ্টি ও সততার সাথে নেতৃত্ব দিতে উৎসাহিত করেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন আনয়নকারী হিসেবে তাদের অনুপ্রাণিত করেন।

জিইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. ইকবাল হোসাইন স্নাতকদের বিশ্বব্যাপী সুযোগগুলি অন্বেষণ এবং বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে তাদের শিক্ষা যাত্রাকে সমৃদ্ধ করার নির্দেশ দেন। এছাড়াও, ভবিষ্যতের উন্নয়নের জন্য প্রাক্তন ছাত্র হিসেবে তাদের জিইউবি’র কার্যক্রমের অগ্রগতিতে জড়িত হওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে, জিইউবি’র মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী ক্রেস্ট বিতরণ সম্পন্ন করেন।

অনুষ্ঠানের শেষে, জিইউবি’র স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন এবং পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মনোয়ারুল হক শীঘ্রই একটি এলামনাই গঠনের ঘোষণা দেন। এই প্ল্যাটফর্মটি প্রাক্তন ছাত্রদের নেটওয়ার্ককে শক্তিশালী করবে এবং স্নাতকদের বিভাগীয় উদ্যোগ এবং উন্নয়নের সাথে জড়িত রাখবে। তিনি আরও বলেন, খুব শীঘ্রই আমরা জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ পাবলিক হেলথ ক্লাবের জন্য একটি নির্বাহী কমিটি গঠন করব।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাহানা চৌধুরী (সহকারী অধ্যাপক, বায়োটেকনোলজি বিভাগ), রওশন আরা আফিন (প্রভাষক,পাবলিক হেলথ বিভাগ), নাহিদা আক্তার (প্রভাষক,পাবলিক হেলথ বিভাগ), চন্দ্রিকা বিশ্বাস (প্রভাষক,সমাজবিজ্ঞান বিভাগ) এবং সানজিতা সুমা (প্রভাষক,সমাজবিজ্ঞান বিভাগ) ।

624 Views

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তালহা বাঁচতে চায়, সাহায্যে এগিয়ে আসুন

ছাড়ানো হচ্ছে শিবিরের নামে
নীলফামারীতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হাতে সেনা সদস্য হেনস্তার শিকার

চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা">

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন" প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি...
চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা

গোরকঘাটা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

বিবিসিতে তারেকের সাক্ষাৎকারঃ ভারতীয় আগ্রাসন ও আওয়ামী খুনিচক্রের বিরুদ্ধে নীরব উচ্চারণে বজ্রনিনাদ

শান্তিগঞ্জে বাউল বশির উদ্দিন সরকার প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ আটক ২৪

টেকনাফে র‌্যাবের অভিযানে ১৩ রোহিঙ্গা আটক

মহেশখালীতে পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম আসামি রবিউল গ্রেফতার করেছে র‍্যাব-১৫

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য মনোনীত হলেন সুবিপ্রবি উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন

শান্তিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে গুরুতর আহত-৫ জন: এক শিশুর হাত দ্বিখন্ডিত

প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন