ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

জাবি ইতিহাস বিভাগের সুবর্ণ জয়ন্তী ১৭ ডিসেম্বর।

প্রতিবেদক
admin
২ অক্টোবর ২০২২, ১১:৫১ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইতিহাস বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর ২০২২ । শনিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় ইতিহাস বিভাগের চেয়ারম্যান মহোদয়ের রুমে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে,
ইতিহাস বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ এর সভাপতিত্ত্বে এবং ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও অ্যালামনাই এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সুবর্ণ জয়ন্তী কে সামনে রেখে ১ মাসব্যাপী বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

১৭ নভেম্বর কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হবে এবং ১৭ ডিসেম্বর মূল প্রোগ্রাম এর মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানানো হয়।

এ সময় আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, আমরা ১৭ নভেম্বর ইতিহাস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার মধ্য দিয়ে ১ মাসব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করবো। আজকে আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন জন্য বিভিন্ন সাব-কমিটি করলাম। যাদেরকে দায়িত্ব দেয়া হলো সকলেই যার যার দায়িত্ব ঠিকমত পালন করবেন বলে আশা রাখছি। ইতিহাস বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের কথা বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্ববাসী জানুক সেই কামনা করছি। আশা করছি সকলে মিলে কাজ করলে ইনশাল্লাহ অনুষ্ঠানটি সুন্দরভাবে সুসম্পন্ন হবে।

মোঃ জাহাঙ্গীর আলম ইতিহাস ১৫ ব্যাচের ছাত্র। তিনি বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সাবেক জাকসু সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক।

১ মাসব্যাপী অনুষ্ঠানের সিডিউল-১৭ নভেম্বর ২০২২- বৃহস্পতিবার বিকাল ৪.০০ টায় কেক কাটা এবং ফলক উন্মোচন।
সন্ধ্যা ৬.০০ টায়- গুণী ব্যক্তিদের সম্মাননা (স্থানঃ মুক্তমঞ্চ, জাবি) সন্ধ্যা ৬.৩০ মিনিট- গজল সন্ধ্যা
স্থানঃ মুক্তমঞ্চ, জাবি

২৬ নভেম্বর ২০২২- শনিবার
সকাল ১০.০০ টায়- সেমিনার।
দুপুর ১.০০ টায়- দুপুরের খাবার।
দুপুর ২.০০ টায়- ক্যারিয়ার আড্ডা (স্থানঃ জহির রায়হান অডিটোরিয়াম সেমিনার রুম)

৩ ডিসেম্বর ২০২২-শনিবার
সকাল ১০.০০ টায়- বিতর্ক প্রতিযোগিতা (স্থানঃ ইতিহাস বিভাগ, জাবি)
সকাল ১১.০০ টায়- ফুটবল ও ক্রিকেট খেলা।

১৭ ডিসেম্বর ২০২২-শনিবার
সকাল ৮ টায় কুপন ও গিফট বিতরণ।
সকাল ১০.০০ টায়- উদ্বোধন ও
র‍্যালী।
সকাল ১১.০০ টায়- স্বাধীন আড্ডা ও সাধারণ সভা।
দুপুর ১ টায়- দুপুরের খাবার।
বিকাল ৩.০০ টায়- স্মৃতিচারণ ও র‍্যাফেল ড্র।
বিকাল ৫.৩০ টায় – সাংস্কৃতিক অনুষ্ঠান (বর্তমান ও সাবেক শিক্ষার্থী)
রাত ৮.০০ টায়- সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় অন্যান্যের মধ্যে অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক ড. মীর ফেরদৌস হোসেন, অধ্যাপক ড. এ কে এম জসীম উদ্দীন সহ অ্যালামনাই সদস্যবৃন্দ, ইতিহাস বিভাগ শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত