ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

‘মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবন’

প্রতিবেদক
নিউজ এডিটর
২৯ সেপ্টেম্বর ২০২০, ২:২২ পূর্বাহ্ণ

Link Copied!

জীবন মানেই সংগ্রাম, যুদ্ধ করে অভিযোজন ক্ষমতাধর প্রাণিদের মত সমাজে টিকে থাকা।
জীবনের সেরা ভুল তারাই করেছে, যারা মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেছে। যাবতীয় ভুলের বিপরীতে শুধু মাএ একটাই ভুল, মধ্যবিত্ত পরিবারে কেন জন্ম? এই ভুলের পাশ্চ্যিৎতের সামনে দাড়িয়ে থাকতে হয় মৃত্যু পর্যন্ত।

একটা মধ্যবিত্ত পরিবারে যারা বাস করে ঠিক তারাই বলতে পারবে, জীবনটা কত কঠিনতম।হাজারো স্পৃহা থাকা সত্যেও শত শত শখ, স্বপ্ন টাঙ্গিয়ে রাখে অভাবের দেয়ালে ঠিক না চলা ঘড়িটির মত।খুব করে মন চাইলেও অভাবের তাড়নায় বোবা স্বপ্ন গুলোর মুখে কখনো বাচ্য ফুঁটে না।

খুব বেশি না, একটু কষ্ট করে মধ্যবিত্ত পরিবারের মেয়ের দিকে তাকালেই বুঝা যাবে,তারা কি ভাবে পারে।
না,তাদের এসিওয়ালা কোন গাড়ি নেই।তবুও খুব সাধারনের ভিতরে একটা মার্জিত কাপড় ও সুন্দর একটা সাঁজ ধরে রাখতে হয়।সেই সাঁজ টুকু নিয়ে অপেক্ষার প্রহর শেষে পাব্লিক বাসে উঠে কাদের উপর সাধারণ মানের একটা ব্যাগ রেখে অমানুষ গুলার কনুইয়ের গুতা সামলে নিয়ে মাথা নিঁচু করে নেমে যেতে হয়,রোজ ভার্সিটিতে।

দামি রেস্টুরেন্টে যাওয়া হয়না,ক্যানটিনে একা একা খাওয়া যায়না;বাসা থেকে টিফিন আনতেও লজ্জা লাগে।তাই হয়তো ডায়েটের নামে খালি পেটেই হাসি মুখে চলে ভার্সিটির ক্লাস।
মধ্যবিত্ত পরিবারের মেয়ে এক বেলা না খেয়ে থাকলে কেউ দেখবেনা। কিন্তুু মুখ ভর্তি জোর করে হাসি,আর চোখে একটু কাজল তো দেয়াই লাগবে মনুষ্য মেলে। নিজের ব্যাক্তিতত্ত্ব কে ধরে রাখতেই হবে, হোক তা মিথ্যে অভিনয়।
দামি পোশাক,উঁচু হিল পড়া হয়তো বা দামি গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়া মেয়েগুলোর দিকে শুধু তাকিয়ে থাকা ছাড়া আমরা উচ্চ বাক্যে এই বলার সাহস রাখিনা কেউ।
আর এই মধ্যবিত্ত মেয়ে গুলো ওড়না পেঁচিয়ে কুঁজো হয়ে হেঁটে গেলেও, আমরা তো আমরাই! গাড়ির হেল্পার থেকে শুরু করে কোন শ্রেণিই ছাড়ি না উৎক্ত করতে।
এগুলো তো শুধু চলা ফেরার ক্ষেএে।
অনকে মধ্যবিত্ত পরিবারের মেয়ের হয়তো বাবা নেই,ছোট ছোট ভাই-বোন এবং বিধবা মা আছে।অন্যথা বাবা থেকেও অসুস্থ বা নেই কোন রোজগার ও পড়ানোর ক্ষমতা।টিউশনির টাকা অথবা পার্ট টাইম জব দিয়েও চালিয়ে নিতে হয় নিজের পড়া লেখা।
কি অদ্ভুত শক্তি সম্পূর্ন এই মেয়ে গুলো।আপনি, আমি, আমরা কথা বলে ; বা চলা ফেরায় তাদের দিকে তাকিয়ে এক চুল পরিমাণ বুঝতে পারবো না।একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের চাইতে কত বেশি যন্রনা চেপে রেখে মিষ্টি করে হাসতে হয়,আর বলতে হয় সব ঠিকই আছে একদম।ছেলেদের মত রাগ করা বা দুঃখ কষ্ট ভুলতে বাড়ি থেকে চলে গিয়ে কিছু করার সাধ্য নেই;না আছে কোন সুযোগ।চোখের জল মুছতে মুছতেই রাগ, অভিমান কষ্টগুলো গিলে ফেলে নিজের কাজে হাত দিতে হয়।

মধ্যবিত্ত পরিবারের প্রতিটা বাবার, ভাইয়ের,স্বামীর, ছেলের গল্প এবং মায়েদের ঝুড়ি ভরা কষ্টের কাহিনী গুলাও সবার জানা আছে খুব করে।
কিন্তুু একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে যাকে আর দশটা ছেলের মতই বাসে চড়ে,পায়ে হেঁটে কলেজে যেতে, টিউশনি করতে হয়।আবার চোখের কাজল,ঠোঁটের লিপষ্টিক ও সাধারনের মধ্যে একটা জামা ধরে রাখা চাই।তাদের অসহ্য কষ্ট ও ব্যাথার কথা হয়তো আমরা জানি না।কারন, মধ্যবিত্ত ঘরের মেয়ে বলে কথা। ভিতরটা ধুমড়ে মুচড়ে ফেঁটে যাবে তবুও তাকে নিজের শ্রেণি ও ব্যাক্তিতত্ত্ব
ধরে রাখতেই এবং সব অবস্থায় সামলে নিতে হবে। হোকনা কিছু মিথ্যে গল্প তারপরও।

এত কিছু করার পরও সেই মেয়ে গুলা চাকুরী করে খায়, বাবা মা-কে খাওয়ায় ছোট ছোট ভাই-বোন তার উপর নির্ভর করে।সেই মেয়ে গুলার চলা ফেরা নিয়ে এই আমি,আপনি,আমরাই কথা বলি কটুউক্তি করি।কেউ তার ঘরের খোঁজ নিবো না অথচ একটু সেঁজে গুজে অফিসে গেলেই তার চরিএ খারাপ। সন্ধ্যায় বাহিরে দেখা মানেই কারো সাথে অবৈধ সম্পর্ক।আর সব চাইতে ভয়ংকর ব্যাপার হলো গরীব বলে লোভী ভেবে কিনতে চাওয়া কিছু হিংস্র মানুষ রুপী পশু।
এত কিছুর মাঝেও মেয়েগুলোর মনের ভিতর কি আগুন,যন্রনা হচ্ছে খুব বেশি কাছে না গেলে তার কাজলে ঢাকা চোখের ভাজে লুকিয়ে থাকা জল আপনি আমি কখনোই দেখবো না।
এরাই মধ্যবিত্ত পরিবারের মেয়ে,যারা সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিয়ে বাঁচতে পারে।।

——————
সুমাইয়া বিথী
প্রাণীবিদ্যা বিভাগ(২য় বর্ষ)
সরকারি সা’দত কলেজ,
করটিয়া টাংগাইল।

2,261 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা পটিয়ায় বৃদ্ধ নিহত

দোয়ারাবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতকালে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স