মুহাম্মদ ওমর ফারুক, সৌদিআরবঃ
সৌদি আরবের রাজধানী রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কামাল উদ্দিন (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
নিহত কামাল উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং ইউনিয়নের চামার দীঘি এলাকার আহমদ ছফার পুত্র।
জানা গেছে,৭ অক্টোবর সোমবার স্থানীয় সময় রাত ৯ টায় রাজধানী রিয়াদের একটি সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি গত ২৫ আগষ্ট এক সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহত কামাল উদ্দিনের মামাত ভাই সৌদি প্রবাসী নাছির উদ্দিন বলেন, গত ২৫ সেপ্টেম্বর প্রতিদিনের মতো কাজ শেষে কামাল সঙ্গীদের নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরছিলেন । পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।
এতে কামাল উদ্দিনসহ আরো দুই বাংলাদেশি আহত হন। গুরুতর আহত হলে কামাল উদ্দিনকে রিয়াদের শামসী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ৭ অক্টোবর
সোমবার রাত ৯টায় তার মৃত্যু হয়।
নিহত কামাল উদ্দিন বিগত ৮ মাস আগে সৌদি আরবের রিয়াদে আসেন। দেশে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নিহতের মরদেহ রাজধানী রিয়াদ সমসি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।##
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০