আদালত প্রতিবেদক,কক্সবাজার :
কক্সবাজারে প্রথমবারের মত ফুয়াদ আল খতীব হাসপাতালের দুই স্বনামধন্য ডাক্তার হাসাপাতালের পরিচালক ডাঃ শাহ আলম ও রেডিলজিস্ট ওসমানুর রশীদকে আসামী করে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (সদর) অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
কক্সবাজার দায়রা জজ আদালতের তরুণ আইনজীবী মিনারুল কবির আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত আবুল মনসুর সিদ্দিকীর আদালতে অভিযোগ আমলে নিয়ে ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ইমরুল কায়েস সহ একঝাকঁ আইনজীবি। মামলার ফৌজদারী দরখাস্তে ১ নং আসামী ডাঃ শাহ আলমের অব্যা্বস্থাপনা ও ২ নং আসামী ওসমানুর রশীদের ভুল রিপোর্টের কারণে বাদী তার সুস্থ পিতাকে চিরতরে হারাতে হয়েছে দাবী করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০