মোমিন খান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গত বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই সহোদরসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ত্রিশ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির বামনিগ্রামের আজিজার রহমানের ছেলে আজাদ (২৫) তার ভাই হামিদুল (৪৮) এবং চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাঙ্গামি গ্রামের মিন্টুর ছেলে বাদশা (৩৮)। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে মা ছেলেসহ ৫জনকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, গত বুধবার রাত ৮টায় আদমদীঘি উপজেলার বামনিগ্রামের আজাদের বাড়িতে বিক্রির জন্য বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট মজুত রয়েছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভিতর চালের ড্রামে রাখা এক হাজার পিস ইয়াবাসহ আজাদ ও হামিদুল নামের দুই ভাইকে গ্রেফতার করা হয়। অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, রাত ১০ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার পোওতা রেলগেট এলাকায় ঢাকাগামী ঢাকা মেট্রো-ব-১৪-১৪৮৮ নম্বরের শাহ ফতেহ আলী নামক বাসে তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল সহ বাদশাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
#
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০