ঢাকাবৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

রাঙামাটির কাপ্তাই ও কাউখালীতে পৃথক ২ টি সড়ক দূর্ঘটনায় পর্যটকসহ আহত-৩০

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৫৬ পূর্বাহ্ণ

Link Copied!

|| রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটির কাপ্তাই ও কাউখালীতে শুক্রবার পৃথক ২ টি সড়ক দূর্ঘটনায় পর্যটকসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জন পর্যটক ও ১৭ জন বরযাত্রী।

হাসপাতাল ও পুলিশ জানিয়েছে, রাঙামাটি জেলার কাপ্তাই ও কাউখালী উপজেলায় শুক্রবার সকালে পৃথক সড়ক দূর্ঘটনায় ১৩ জন পর্যটক ও ১৭জন বরযাত্রীসহ মোট ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১ জনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জানান, চট্টগ্রাম আগ্রাবাদ এলাকার এ্যালাইট গ্রুপ’র কর্মকর্তা-কর্মচারীরা বাস নং- চট্টমেট্রো -১১-১২৮২ যোগে পিকনিক করতে কাপ্তাই’র উদ্দেশ্যে রওনা হয়।

পর্যটকবাহী বাসটি কাপ্তাই উপজেলার চিন্মরম ব্যাঙছড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় বাসের ১৩ যাত্রী আহত হয়েছে। তারা হলেন, মাকছুদুর রহমান (১৪),মহিম উদ্দীন (৪৬), শারমীন আক্তার অথৈ(২৫),মো: জামশেদ আলী(৩৩) ও মো নেজাম আরাফদত(১৮)। অপর আহতদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় বাসে থাকা সকল যাত্রীদের সকলেই আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে কাপ্তাই ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশসহ স্থানীয় লোকজন আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দূর্ঘটনা কবলিত বাসটি প্রায় ৩ ঘন্টা পর ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

এদিকে রাঙামাটি জেলার কাউখালী থানার ওসি পারভেজ আলী জানায়, উপজেলার ঘাগড়া ইউনিয়নে চেলছড়া এলাকায় বরযাত্রীবাহী চান্দের গাড়ী ( জিপ গাড়ি) দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতরা হলেন-সইলমং মার্মা উমেচিং মার্মা, মাউ চিং মার্মা, প্রাউথুমা মারমা, নাইসাই মারমা, চিসাং

মারমা, ক্যাসাই মারমা, থুইচাউ মারমা, চিংসংমং মারমা, রক্যচিং মারমা, সুমাচিং মারমা, মাসাথুই মারমা, হডিয়ংথুই মারমা, উকোচিং মারমা, ত্রিসামং মারমা, কোচিং মারমা।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ক্যাচাই মার্মা বলেন,কাউখালী কচুখালী নিচপাড়া থেকে বড়ইছড়ি লিচুবাগানে বিয়ে খাওয়ার জন্য ৪০ জন যাত্রী নিয়ে জীপ গাড়িটি

অপর ৩ টি জিপ,২ টি মাইক্রো ও ১টি মাহেন্দ্রা গাড়িসহ কাউখালী থেকে বড়ইছড়ি লিচু বাগানে বিয়ে খাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে ঘাগড়া চেলছড়া এলাকায় পৌঁছালে জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়।

ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো.নাজিম উদ্দীন বলেন, চেলছড়ায় জিপগাড়ি দুর্ঘটনার খবর শুনে স্পটে যাই এবং আহতদের নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর বলেন,জীপ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ১৭ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

কাপ্তাই সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ৩০ জন ট্যুরিষ্টের প্রত্যেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। কাউখালীতে আহত ১৭ জনের মধ্যে ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

275 Views

আরও পড়ুন

আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ডুলাহাজারা ফুটবল একাডেমিকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ

ফিলিস্তিনের পক্ষে তা’মীরুল মিল্লাত টঙ্গীর ‘মার্চ মুভমেন্ট’, ইসরায়েলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ দাবি

জামালপুরে মাদকাসক্ত ছেলের দা’র কোপেই মায়ের মৃত্যু 

কাপাসিয়ার হিন্দু যুবক রাজশাহীর এক মুসলিম মেয়ের সাথে প্রেম ধর্ম ত্যাগ ও বিয়ের নামে প্রতারণা করে উধাও

নাটোরে ভুট্টা ক্ষেত থেকে প্রবাসীর কন্যা শিশুর মরদেহ উদ্ধার

যুবদল নেতার চাঁদা দাবির প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের এসএসসি পরীক্ষার্থীদের উপহার প্রদান

নিজের অন্যায় ঢাকতে ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে কাজ চালিয়ে যাচ্ছে- মোহাম্মদ শাহজাহান

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ মহেশখালী উপজেলা–মহেশখালীতে ড. হামিদ আযাদ

বিশ্বম্ভরপুরে বনিক সমিতির পহেলা বৈশাখের ফুটবল টুর্নামেন্ট

শান্তিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু