ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. সর্বশেষ

সুরাইয়া কবীর সাথীর “আমার যখন ফুরাবে দিন” এখন বাজারে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ

Link Copied!

মির্জা নাদিম :

তরুণ লেখক সুরাইয়া কবীর সাথীর নতুন বই “আমার যখন ফুরাবে দিন” পাঠকদের হাতে পৌঁছাতে প্রস্তুত। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার ৪১২ নম্বর স্টলে সাথী প্রকাশনী থেকে বইটি পাওয়া যাবে। পাশাপাশি, অনলাইনে রকমারি.কম ও ওয়াফিলাইফ.কম-এ অর্ডার করা যাবে, যা আগামীকাল থেকেই পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে।

নতুন বই সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে সুরাইয়া কবীর সাথী বলেন—

“আমি সব সময় চেষ্টা করি পাঠকদের জন্য এমন কিছু লিখতে, যা তাদের ভাবনার খোরাক জোগাবে, তাদের মনে দাগ কাটবে। আমার পূর্বের বইগুলো পাঠকদের ভালোবাসা পেয়েছে, যা আমার জন্য অনুপ্রেরণা। আশা করি, ‘আমার যখন ফুরাবে দিন’ বইটিও পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে।”

“এই বইটি আমার কাছে বিশেষ একটি অনুভূতির বহিঃপ্রকাশ। জীবনের নানা মোড়, সম্পর্কের টানাপোড়েন ও মানবিক অনুভূতিগুলো এতে ফুটে উঠেছে। পাঠকরা এই গল্পের সাথে নিজেদের মেলাতে পারবেন বলে আমার বিশ্বাস।”

বইটি প্রকাশের খবরে পাঠকদের আগ্রহ ইতোমধ্যেই দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বইপ্রেমীদের বিভিন্ন প্ল্যাটফর্মে বইটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাকিব হাসান, একজন নিয়মিত পাঠক, বলেন—”সুরাইয়া কবীর সাথীর আগের বইগুলো আমাকে মুগ্ধ করেছে। তার লেখার গভীরতা ও আবেগ স্পর্শ করার মতো। নতুন বইয়ের জন্য আমি অপেক্ষায় আছি।”

অন্য এক পাঠক তাহমিদা ইসলাম জানান—”তার লেখার স্টাইল খুব সহজবোধ্য, কিন্তু ভাবনার জগতে গভীর দাগ কাটে। আমি নিশ্চিত, ‘আমার যখন ফুরাবে দিন’ বইটিও ব্যতিক্রম হবে না।”

বইপ্রেমীরা ১৩ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলার ৪১২ নম্বর স্টলে বইটি কিনতে পারবেন। যারা অনলাইনে অর্ডার করতে চান, তারা রকমারি.কম ও ওয়াফিলাইফ.কম-এ আগামীকাল থেকেই অর্ডার করতে পারবেন। পাশাপাশি, বইটি নীলক্ষেতের আল মদীনা লাইব্রেরি ও বাংলাবাজারের আইডিয়া প্রকাশন থেকেও পাওয়া যাবে।

“আমার যখন ফুরাবে দিন”—জীবন, সম্পর্ক ও অনুভূতির এক অনন্য চিত্রায়ন। পাঠকের হাতে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন লেখক ও প্রকাশনী।

204 Views

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে জায়গা পরিবর্তনের কোন সুযোগ নাই ——————-সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

বোয়ালখালীতে ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৬০০বস্তা সারসহ ট্রলার জব্দ,আটক-১০