আমি বুঝার চেষ্টা করে যাচ্ছি
কি হচ্ছে আমার চারপাশে,
এটা আমার জন্য সুখকর কিছু নয়
তাতে কার কি যায় আসে।
এখন আমি বসে আছি
বিশাল সাজানো একটা ঘরে,
চেয়ার,টেবিল সবই আছে
কিন্তু আমি যে নয় নিজ গৃহে।
অনেক্ষণ ধরে চেষ্টা করছি
কে কি বলে সেটা শুনতে,
কিছুই লাগছে না ভাল
কিছুই পারছি না বুঝতে।
আমার দেশের বন্ধুরা সব
মনোযোগ দিয়ে শুনছে,
কিন্তু আমি তা পারছি না দেখে
আমার খুব ভয় করছে।
সময় আসলে ইতিহাস বলে দেবে
কে ছিল সত্য পথে,
আসলে আমরা ও যেতে চাইনা
বাকাঁ পথ ও তোমাদের সাথে।
চেষ্টা করে যাচ্ছি জেগে থাকতে
দেখে আর শুনে যেতে,
এখনও বুঝতে চেষ্টায় আছি
কি ঘটছে আমার দেশে।
এম এ হামিদ
কবি ও সাহিত্যিক