ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

আতিক সুজনের কবিতা : আছিয়া

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ৫:০১ পূর্বাহ্ণ

Link Copied!

আছিয়া
— আতিক সুজন

আছিয়া চলে গেলো,
একটি পাতা ঝরল শুধু নয়,
সাথে নিয়ে গেলো পুরো বৃক্ষের শেকড়।
এই সমাজের সবুজ ছায়া কেড়ে,
বুকভরা আকাশের নিচে ফেলে গেলো এক অন্ধকার।

কী অপরাধ তার?
তার শ্বাস, তার স্পন্দন, তার স্বপ্ন?
নাকি আমরা অপরাধী?
নির্বাক, নিস্তব্ধ, নপুংসক এক সমাজ?

আছিয়া, তুমি মুক্তি পেয়েছ,
তোমার নিঃশ্বাস থেমে গেছে,
কিন্তু রেখে গেলে প্রশ্নের ঝড়,
আরেক আছিয়ার জন্য অপেক্ষা
আর কতকাল?
আর কত শ্বাসের দাম দিতে হবে
এই নির্জীব সভ্যতার ভ্রান্তির কাছে?

এবার শুধু শোক নয়,
এবার আর্তনাদের প্রতিরোধ হোক।
প্রতিটি স্পর্শে আগুন জ্বলে উঠুক,
প্রতিটি নির্জীব প্রাণে ঝনঝন করুক ন্যায়বিচারের দাবানল।

আছিয়া, ওপারে তুমি অভিশাপ দিও—
এই সমাজের গভীর নির্লজ্জতাকে,
তার অমানবিক নির্লিপ্ততাকে।
অথবা মাফ করে দিও,
আমাদের হৃদয়হীন দেহগুলোকে।

তুমি মুক্তি পেয়েছ,
কিন্তু মানবতা আজও শেকলে বাঁধা।
হে আরশের অধিপতি,
তাকে জান্নাতের নরম মাটিতে স্থান দাও।
তোমার বাগানের ফুল হয়ে ফুটুক সে,
তার মিষ্টি সুবাসে জেগে উঠুক মানুষ।

আরও পড়ুন
শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

আমতলী ইসলামিয়া মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি ড. মিজান ও বিদ্যুৎসাহী প্রতিনিধি মা: লুৎফর রহমান

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের শেষ কর্মদিবস— বিদায় জানালেন আবেগঘন বার্তায়

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে জবাই করে হত্যা

ঢাকা কলেজের শিক্ষক এ.কে.এম রফিকুল আলমের বক্তব্য ভাইরাল ‘সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়েই কাউন্টার মব করতে হবে’

ঢাবি ভর্তিচ্ছুদের সহযোগিতায় চবিতে ছাত্রশিবিরের হেল্পডেক্স

হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

রাঙামাটিতে ৩০০ জন নারী-পুরুষের অংশ গ্রহণে পৌর ম্যারাথন-২৫ অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেল পরিচালনা প্রশিক্ষণ

৮ দলীয় সমাবেশে হুঁশিয়ারি: ‘ফ্যাসিবাদের ছায়া থাকলে রুখে দেওয়া হবে’