ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুনe ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

৫ দিন থানায় আটক রাখার পর কলেজ ছাত্রকে কোর্টে চালান দিল পুলিশ!

প্রতিবেদক
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০১৯, ৪:৫৪ অপরাহ্ণ

Link Copied!

সাফওয়ান আল আজিজ,শহর রিপোর্টার :

গত ৫ দিন ধরে টেকনাফ থানায় আটক রাখার পর কলেজ শিক্ষার্থী নুর হোসেনকে কোর্টে হাজির করলেন পুলিশ। আজ সকালে নুর হোসেন এর পরিবার টেকনাফ থানায় গেলে তাদেরকে থানার বাইরে অপেক্ষা করতে বলেন থানার কর্মকর্তারা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তারা দেখেন পুলিশ কলেজ শিক্ষার্থী নুর হোসেন কে গাড়ীতে করে জেলা কোর্টে নিয়ে যাচ্ছে ।

এদিকে কলেজ শিক্ষার্থী নুর হোসেনকে বিনা কারণে ৫ দিন আটক রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র সমাজসহ সাধারণ জনগণ পুলিশের এরকম কান্ড কারখানার তীব্র প্রতিবাদ এবং সমালোচনা করেছেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন প্রশ্ন তুলেছেন, “সংবিধানের কোন আইনে লেখা আছে বিনা কারণে এবং ভিক্টিমের পরিবারের কাউকে না জানিয়ে থানায় ৫ দিন আটক রাখার বিধান?”

উল্লেখ্য,গত ২২ অক্টোবর টেকনাফ থানার ১ নং ইউনিয়ন হোয়াইক্যং ফাঁড়ির এস.আই মশিউর “নুর হোসেন” নামের একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। নুর হোসেনের পরিবার বারবার থানাতে গিয়েও তার কোন অনুসন্ধান পাচ্ছিল না। তার ভাই সাদ্দাম হোসেনকে থানা থেকে বলা হয়েছে, তাকে কোর্টে উঠানো হয়েছে এবং কোর্ট থেকে জেলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু সাদ্দাম হোসেন কোর্টে গিয়ে মামলার এজাহার তুলতে গেলে এই নামের কাউকে কোর্টে তোলা হয়নি বলে কোর্ট থেকে জানা যায় ।

বিষয়টা নিয়ে টেকনাফের ভুক্তভোগীর ভাইয়ের সাথে কথা বলে জানা যায় গত ২২ তারিখে আমার বোন জামাইয়ের সামনে থেকে এসআই মশিউর আমার ভাইকে ধরে নিয়ে যায়, কিন্তু এখন পুলিশ থানাকে গেলে আমাদের কোন তথ্য দিচ্ছে না। পুলিশ এবিষয়ে আমাদের সাথে কোন কথা বলছেও না, শুধু বলছে কোর্টে পাঠিয়ে দিয়েছি, কিন্তু কোর্ট থেকে আমার ভাইয়ের নামের কাউকে পাঠানো হয়নি বলে বলা হচ্ছে।

নুর হোসেনের মায়ের দাবী অামার ছেলেকে কেন ধরা হয়েছে, কেন কোর্টে তোলা হচ্ছে না.?? থানা কর্তৃপেক্ষের কাছে বারবার প্রশ্নকরে গ্রেপ্তারের বিষয়ে কোন উত্তর পায়নি।
তার ভাইয়ের বক্তব্য, “আমার ভাই কোন অন্যায় করলে, তাকে জেলে পাঠানো হোক। কেন এভাবে আমার ভাইকে আটকে রাখা হয়েছে?
এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি কলেজ ছাত্র নুর হোসেনকে কোন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।।

228 Views

আরও পড়ুন

ইসলামের রাষ্ট্রীয় ভিত্তি গড়ে ওঠা পবিত্র শহর

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করল সৌদি আরব

নাফনদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারকালে১লাখ২০হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

সন্ধান মিলছে না মাদ্রাসা শিক্ষার্থী লাবিবের

বরকলে বাহাদুর খাঁন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ইছালে ছাওয়াব মাহফিল

মৌলভীবাজার জামায়াতের সাবেক আমীরের ইন্তিকালে ডা. শফিকুর রহমানের শোকবার্তা

জার্মানিতে বেড়েছে ইসলামবিদ্বেষ

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সমাজ উন্নয়ন ওয়ার্কশপ সম্পন্ন

নিজেস্ব অর্থায়নে জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের পানির ফিল্টার স্থাপন

স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামায়াত

প্রতিরোধের ক্ষমতা ফুরিয়ে আসছে ইসরায়েলের

মহানবী (সা.) এর জীবদ্দশায় যে পরাশক্তির সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল (পারস্য) ‘ইরান’