ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সান্তাহারে রেলওয়ে কানুনগো ভবনে ফাটল ঃ ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম

প্রতিবেদক
admin
১৫ নভেম্বর ২০১৯, ২:১৪ পূর্বাহ্ণ

Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ

ব্রিটিশ আমলে নির্মিত বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের কানুনগো ভবনটি মারাত্মক ফাটল দেখা দিয়েছে। চুন সুরকি দিয়ে নির্মাণ করা ভবনটির ছাদের বিভিন্ন অংশ ফেটে গেছে। আকাশে বৃষ্ঠি হলে ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ে ভিজে নষ্ট হচ্ছে মুল্যবান প্রয়োজনীয় কাগজপত্র। পুরাতন এই ভগ্ন প্রায় ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছেন কার্যক্রম।
সান্তাহার রেলওয়ে সূত্রে জানাগেছে, বাংলাদেশ রেলওয়ের এষ্টেট বিভাগের অধিনে সান্তাহার কানুনগোর শতবর্ষি এই অফিসে চলছে কার্যক্রম। গত ২০১৮-১৯ অর্থ বছরে এই অফিস থেকে ৯৬ লক্ষ ৯১ হাজার ৫১৪ টাকা রাজস্ব আয় হয়। তথাপিও পুরাতন এই জরাজীর্ণ কানুনগো ভবনের কোনো সংস্কার করা হয়নি। দীর্ঘদিনের এ ভবনটি সংস্কার না করায় ছাদের নিচের অংশ ও দেয়ালের পলেস্তারা উঠে একাধিক স্থানে ছোট-বড় অসংখ্য ফাটল দেখা দিয়েছে। বর্ষা এলেই বৃষ্টির পানি পড়ে মেঝে ভরে যায়। ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে কর্মকর্তা-কর্মচারিদের গায়ে। শুধু তাই নয় ইতিমধ্যে বৃষ্টির পানি চুঁইয়ে ভিজে নষ্ট হয়ে গেছে রেকর্ড রুমের মূল্যবান কাগজপত্র। বিকল হয়েছে কম্পিউটার, বৈদ্যুতিক ফ্যান, কাঠের আসবাবপত্র ও ফাইল কেবিনেট। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছেন কার্যক্রম।
সান্তাহার কানুনগোর কার্যালয়ের সার্ভেয়ার আলীমুর রাজীব জানান, বহুপুরাতন এ ভবনটিতে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দেয়ালে পড়ে ও মেঝেতে জমে থাকায় অফিসের পরিবেশ নষ্ট হয়ে গেছে। সান্তাহার কানুনগো কার্যালয়ের ফিল্ড কানুনগো মোহসীন আলী জানান, ভবনটি ব্রিটিশ আমলে নির্মাণের পর থেকে কোন ধরনের সংস্কার না করার কারনে বর্তমানে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে চলাতে হচ্ছে কার্যক্রম। ভবনটি পুনঃসংস্কার করার জন্য উর্দ্ধতন কর্তপক্ষের নিকট কয়েক দফায় লিখিতভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন

৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের

জুলাই-এর শিশু শহীদ জাবির ইব্রাহিম

বুটেক্সে আর্থিক খাতে অনিয়মের শঙ্কা, প্রশ্নবিদ্ধ তথ্য অধিকার আইনও

বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন

নিভৃতে ভেসে যায় জীবন

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী-ড. হামিদ আযাদ

চকরিয়া নব প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি