ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধিতে বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পীলওয়ে খোলা হচ্ছে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ

Link Copied!

|| রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটির কাপ্তাইস্থ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পীলওয়ে শনিবার (২৪ আগষ্ট) দিনগত রাত ১০টায় খুলে দেয়া হবে। তথ্য সংশ্লিষ্ট সূত্রের।

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার দিনগত রাত ১০টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পীলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এক জরুরী বার্তায় এ তথ্য জানিয়েছে। সূত্র মতে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল পর্যন্ত হয়ে গেছে। যা বিপদসীমার একেবারে কাছাকাছি এসে ঠেকেছে । ভারতীয় উজানে সৃষ্ট পাহাড়ী ঢলের চাপে পানি আরও বাড়বে। জেলার বন্যা কবলিত এলাকার পানি সরানোর সুযোগ তৈরী ও বাঁধ রক্ষায় রাত ১০টায় ১৬ টি স্পীলওয়ে ৬ ইঞ্চি খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হবে। পানির স্তর ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির চাপ অস্বাভাবিক বেড়ে গেলে, স্পীলওয়ে দিয়ে পানি নিষ্কাশনের পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে শনিবার পর্যন্ত ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ পাঁচ ইউনিট থেকে সর্বোচ্চ ২৩০ থেকে ২৪০মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিদ্যুৎ উৎপাদনে বৈদ্যুতিক টারবাইন ব্যবহাররে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। হ্রদে ১০৮ ফুট এমএসএল পর্যন্ত পানি উঠলে বিপদসীমা হিসেবে গণ্য করা হয়। হ্রদের পানি এ পর্যায়ে পৌঁছালে, কর্ণফুলী পানি বিদ্যুৎ প্রকল্প বাঁধ ঝুঁকি মুক্ত রাখতে অতিরিক্ত পানি ছাড়ার প্রয়োজনীয়তা দেখা দেয়।

দক্ষিণপূর্ব এশিয়ার বৃহত্তম জলাশয় কাপ্তাই হ্রদ। ৭২৫ বর্গ কিলোমিটার আয়তনের এ হ্রদের ভাটিতে নির্মিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ। এ বাঁধের নিরাপত্তায় হ্রদে প্রতি বছর রুল কার্ভ অনুযায়ী ১০৯ এমএসএল পর্যন্ত পানি ধরে রাখা হয়। আবার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি স্পীলওয়ে ৬ ইঞ্চির বেশী ছাড়লে, ভাটিতে থাকা চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনীয়া, হাটাজারী,আনোয়ারা, বোয়ালখালী বাশখালী, পটিয়া, চন্দনাইশ উপজেলার
নিন্মান্চল ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় রয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের ১৬টি স্পীলওয়ে ৬ ইঞ্চি খুলে দেয়ার সীদ্ধান্ত নিশ্চিত করে মিডিয়াকে বলেন, শনিবার ২টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির পরিমাপ ১০৭ দশমিক ৬৩ এমএসএল পর্যন্ত উঠেছে। সন্ধ্যা নাগাদ যদি পানি ১০৮ ফুটের কাছাকাছি বা বেড়ে যায় তাহলে কাপ্তাই ১৬ টি স্পীলওয়ে ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে।#

আরও পড়ুন

নাটোরে এক নারীর ২৩ বছরের পরিশ্রমী লড়াই -জোগালি থেকে হেডমিস্ত্রি

টেকনাফ মাদক পাচারকারী চক্রের বাড়ির ছাদে গোপন কুঠুরিতে মিললো২০হাজার ইয়াবা,আটক-১

সাগর পথে চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের চেষ্টা,চার মানবপাচারকারী আটক:উদ্ধার-০৮

গৌরবের ৬০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

উখিয়ায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৮৯ হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

বহিষ্কারাদেশ প্রত্যাহার: সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল

৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের

জুলাই-এর শিশু শহীদ জাবির ইব্রাহিম

বুটেক্সে আর্থিক খাতে অনিয়মের শঙ্কা, প্রশ্নবিদ্ধ তথ্য অধিকার আইনও

বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন

নিভৃতে ভেসে যায় জীবন

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত