ঢাকাবৃহস্পতিবার , ১২ জুনe ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাঙামাটিতে সাংবাদকর্মীদের সাথে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৫ মে ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ

Link Copied!

||রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে।

জেলা শহরের বনরূপাস্থ আমার বাড়ি রেস্তোরাঁয় বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এ বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের (পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার) অঞ্চল তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ।

জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময় কালে “পার্বত্য অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা, বৈষম্য, উন্নয়ন, সম্প্রীতি, এবং জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক গঠনমূলক ও বিশ্লেষণধর্মী আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় নেতা সরওয়ার আলম, শ্রমিক উইং সংগঠক কলিন চাকমা, সার্চ কমিটির সদস্য মোঃ ইমাম হোছাইন ইমু, বিপিন চাকমা, জাকির হোসেন চৌধুরী, উজ্জ্বল চাকমা, শহীদুল ইসলাম, প্রিয় চাকমা, মোঃ শাকিল এবং সায়েদা ইসলাম সাদিয়া প্রমূখ।

সভার সূচনায় ইমন সৈয়দ বলেন, “একটি সৎ, সাহসী ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্র প্রকৃত অর্থে স্থিতিশীল হতে পারে না। সাংবাদিকগণ শুধু সংবাদ পরিবেশকের ভূমিকায় নন, তারা সমাজ বদলের অন্যতম চালিকাশক্তি। তাঁদের কলম যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তোলে, তেমনি সত্য এবং ন্যায়কে তুলে ধরেও সমাজকে পথ দেখায়।” তিনি সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, যাঁরা সময় নিয়ে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

সভার আলোচনায় নানা গুরুত্বপূর্ণ বিষয়েের মধ্যে বিশেষ করে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা, উন্নয়ন বৈষম্য, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে সম্পর্কের জটিলতা এবং এই সংকট কাটিয়ে কিভাবে সম্প্রীতির ভিত্তিতে ঐক্য গড়ে তোলা যায়, তা নিয়ে নেতৃবৃন্দ তাদের অভিমত প্রকাশ করেন। এ সময় বক্তারা বলেন, রাঙ্গামাটি ও আশেপাশের এলাকায় এক শ্রেণির রাজনৈতিক দল তাদের দীর্ঘ শাসন ও প্রভাব খাটিয়ে এ অঞ্চলে একরকম নেতৃত্বের দখলদারিত্ব জারি রেখেছিলো। যেখানে সাধারণ মানুষের অধিকার ও কথা চাপা পড়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি সেই শাসন ব্যবস্থার বিকল্প হিসেবে উঠে আসছে, যাদের লক্ষ্য হচ্ছে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল মানুষের সম্মান, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা।

সভায় ইমন সৈয়দ বলেন, “আমরা আওয়ামী লীগ ও তাদের দোসরদের একনায়কতন্ত্র, দমননীতি এবং স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ড থেকে মুক্তির জন্য এক বিকল্প রাজনীতি গড়ে তুলছি। কিন্তু আমাদের দলে আওয়ামী লীগ ছাড়া সকল শ্রেণি-পেশার মানুষের জন্য দরজা খোলা। আমরা আহ্বান জানাই আপনারা আসুন, যুক্ত হোন, এক নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন।” তিনি বলেন, “আমাদের ভুল হলে তা তুলে ধরুন। কিন্তু সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের বাইরে গিয়ে যেন কোনো বিভ্রান্তি না ছড়ায়।”

সাংবাদিকদের উদ্দেশে বিশেষভাবে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা সমাজের আয়না। আপনাদের লেখনী যেন মানুষের মনের ভাষা হয়, সমাজের সমস্যার দর্পণ হয়। আপনারা নির্ভয়ে সত্য বলুন—আমরা থাকবো আপনাদের পাশে। জাতীয় নাগরিক পার্টি সাংবাদিকদের বাকস্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং সংবাদ প্রকাশের স্বাধীনতায় সম্পূর্ণ বিশ্বাস করে।”

সভায় আরও আলোচনা হয় পার্বত্য শান্তিচুক্তি নিয়ে যার বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন আছে, ভিন্ন মত রয়েছে। নেতৃবৃন্দ বলেন, চুক্তির মূল উদ্দেশ্য ছিল শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা, কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়ায় বারবার রাজনৈতিক হস্তক্ষেপ এবং পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ কোনো সুফল পায়নি। জাতীয় নাগরিক পার্টি এই চুক্তির পূর্ণ পর্যালোচনা ও বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে নতুন করে ভাবতে চায়।

সভা শেষে সাংবাদিকরা তাঁদের মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও সভার আয়োজনের আহ্বান জানান। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হবে এবং সংগঠনের প্রতিটি কর্মসূচি সংবাদমাধ্যমের সাথে ভাগাভাগি করা হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা হলেন সমাজের চোখ-কান। আমরা চাই আপনারা আমাদের ভুল দেখান, গঠনমূলক সমালোচনা করুন এবং সত্য-ন্যায়ের পক্ষে কলম চালান।

নবগঠিত সার্চ কমিটি নেতৃবৃন্দ পরিচিতি পর্বে জানান, তারা আগামী ২০ দিনের মধ্যে রাঙ্গামাটিতে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে। তারা তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব খোঁজে বের করে নীতি, আদর্শ ও কার্যক্ষমতা বিবেচনায় নিয়ে সংগঠনের ভবিষ্যৎ রূপদানের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবেন। এ সময় কমিটির কর্মপন্থা, ভবিষ্যৎ কর্মসূচীসহ সাংগঠনিক রূপরেখা সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

সভায় অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, পাহাড়ি বাংগালী এ দু’শ্রেণীর মানুষের মাঝে অহেতুক বিভেদ ও বৈরিতা তৈরি করে কিছু রাজনৈতিক শক্তি তাদের ফায়দা লুটেছে। জাতীয় নাগরিক পার্টি এই বিভেদের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। নেতৃবৃন্দ জানান, “আমরা বিশ্বাস করি, সম্প্রীতির বাংলাদেশে সব জাতিগোষ্ঠীর মানুষ সম্মানের সাথে বাঁচবে, কাজ করবে, নেতৃত্ব দেবে।#

105 Views

আরও পড়ুন

চকোবি এলামনাই এসোসিয়েশন এর আহবায়ক হেলাল, সোহাগ সদস্য সচিব নির্বাচিত

যেমন করে পাঙালরা উদযাপন করেন ঈদুল আজহা

টেকনাফে৪হাজার ইয়াবাসহ আটক-১

ঘোড়ায় চেপে হজ করতে মক্কায় তিন স্প্যানিশ

ঈদের খুশি ছড়িয়ে দিচ্ছে ‘আদর্শ সমাজ কল্যাণ পরিষদ’ শতাধিক পরিবারে পৌঁছেছে কোরবানির মাংস

সবুজবাগ ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈদের পিঠায় পাঙালদের সংস্কৃতির স্বাদ

ত্যাগেই ঈদ
কুরবানির চেতনা ও আমাদের সামাজিক বাস্তবতা 

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকারকর্মী মোঃ আবু সঈদ

আজ সম্ভাবনাময় তরুণ ইফতেখার এর জন্মদিন

মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে খুন!

নবাগত ইউএনও সুলতানা জেরিনের ব্যতিক্রমী ঘোষণা- উন্নয়নের নতুন আশার সূচনা