ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রবীন্দ্রনাথের স্মরণ উৎসবে সিলেট আসছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিউজ এডিটর
১১ অক্টোবর ২০১৯, ৭:০৬ পূর্বাহ্ণ

Link Copied!

তাইবুর রহমান,সিটি প্রতিনিধি :

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একশ’ বছর আগে সিলেটে এসেছিলেন। তাঁর আগমনের শতবর্ষ পূর্তিতে আগামী নভেম্বরে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটে বরীন্দ্র শতবর্ষ স্মরণ উৎসব।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বরীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ উৎসব পর্ষদের আহ্বায়ক, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জানানো হয়, ৭ ও ৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে দু’দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, উৎসবের মূল অনুষ্ঠান ছাড়াও ১ নভেম্বর থেকে সিলেটে বরীন্দ্র শতবর্ষ স্মরণ উৎসবের বিভিন্ন কর্মসূচি শুরু হবে।

সভাপতির বক্তব্যে আবুল মাল আবদুল মুহিত বলেন, কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সাহিত্য ও সংস্কৃতির সিংহপুরুষ। তাঁর রচনাবলীর মাধ্যমে বিশ্ব সাহিত্যে বাঙালির এক সুমহান আসন দখল করে আছে। সাহিত্য-সংস্কৃতির এই মহাপুরুষ শতবর্ষ আগে সিলেট সদরে এসেছিলেন। এ উৎসব সফলভাবে আয়োজনের তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের যুগ্ম আহ্বায়ক, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি জাবেদ ভদ্র, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন।

301 Views

আরও পড়ুন

বুটেক্সে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইপিই

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার ১

বুক রিভিউ:সময়ের ছবি ‘নীরব কোলাহল’

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৬ষ্ঠ মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাওরের জনপদ এখন উচ্চশিক্ষায় আরো এগিয়ে যাবে–ড. মোঃ আবু নঈম শেখ

রাবিতে গ্রীন ভয়েস এর নেতৃত্বে মাহিন-সিরাজুল

ডেকে নিয়ে হত্যা করা হয় মনিরকে

নাইক্ষ্যংছড়িতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার !!

আগামী দিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি: নাজমুল মোস্তফা আমিন

নাটোরে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতা ও তার সহযোগী আটক

দুর্লভ নিদর্শনে সমৃদ্ধ এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর

রাবিতে ছাত্র উপদেষ্টার আহবানে গাছ থেকে পেরেক অপসারণ