শেখ সাইফুল ইসলাম কবির.স্টাফ রিপোর্টার,বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলীর আদেশ হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সহকারি পরিচালক-১(প্রশাসন) নার্গিস সাজেদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়েছে। বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দিন আজ বুধবার এ খবর নিশ্চিত করেছেন।
মঙ্গলবার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোরেলগঞ্জের শিক্ষা অফিসার(চ.দা) আশীষ কুমার নন্দীকে ফকিরহাট ও ভান্ডারিয়ার শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিনকে মোরেলগঞ্জে বদলী করা হল। আগামি ২৭ নভেম্বর বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর না করলে ২৮ নভেম্বর থেকে তাৎক্ষনিক অবমুক্ত(স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবে।
এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী বলেন, বদলীর খবর লোকমুখে শুনেছি। এখনো আদেশ হাতে পাইনি। ২০১৭ সালের ১৩ নভেম্বর এ উপজেলায় যোগদান করেন। ##