জাবেদ ভূঁইয়া,
মিরসরাই প্রতিনিধি।
মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের দক্ষিন মঘাদিয়া (ঘোনা) গ্রামের হৈয়া মিয়া বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফারণে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাটি ঘটে গতরাত অর্থাৎ(২০ অক্টোবর)রোববার দিবাগত রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাত প্রায় ৮ টার সময় ঐ বাড়ির আমান উল্যাহ নামের এক ব্যাক্তির চুলার লাকড়ির আগুন গ্যাস সিলিন্ডারে লেগে যায়।
এতে সিলিন্ডার বিস্ফারিত হয়ে একই বাড়ির ১০টি বসতঘরে আগুন লেগে প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
এতে ১০ পরিবারের প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষতি গ্রস্থ হয়।
ঘটনার ৩০ মিনিটের ভেতর মিরসরাই ফায়ারসার্ভিসের সদস্যরা পৌঁছালেও ততক্ষনে সবকিছু পুড়ে যায় বলে নিউজ ভিশন ৭১ কে জানায় তারা।
স্থানীয় চেয়ারম্যান কামরুল হায়দার নিউজ ভিশন ৭১ কে বলেন আমি আগুন লাগার কথা শুনে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় তাদের মানসিক ভাবে স্থির থাকার পরামর্শ দি। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থদের সরকার কর্তৃক কিছু সহায়িতা দেওয়ার চেষ্টা করবো।