ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম লাগামহীন : চরম বেকায়দায় সাধারণ ভোক্তারা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

সৌরভ,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। অতিরিক্ত দামের কারণে নাভিশ্বাস বাজারে আসা সাধারণ ক্রেতাদের।

গত শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেলা শহরের পুরান বাজার, চরমুগরিয়া, ইটেরপুল, মোস্তফাপুর বাজার তাঁতীবাড়ি বাজার সহ বেশ কয়েকটি বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যের বাইরে দোকানিরা চাল, তেল, চিনিসহ নিত্য পণ্য অতিরিক্ত দামে বিক্রি করলেও নেই কোন নজরদারি। প্রশাসনের নিয়মিত নজরদারির অভাবে আরও বেপরোয়া হয়ে ওঠেছে ব্যবসায়ীরা।

ঐদিকে বিক্রেতারা বলছেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পণ্যের নির্ধারিত মূল্যেরও কম দামে বিক্রি করছেন তারা।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে সয়াবিন তেল পাম অয়েল ১৪০-১৪৫ টাকা, সুপার তেল ১৪৫-১৫০ টাকা, ১ নম্বর সয়াবিন তেল ১৭০ টাকা, ও বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৬৬-১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে প্রতি কেজি দেশি মুশরী ডাল ১৩০-১৩৫ টাকা, ইন্ডিয়ান মুশরী ডাল ১০৫-১০০ টাকা, ফাঁটি মুশরী ডাল ৯০-৯৫ টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে।

আর প্রতি কেজি চিনি ১৩০ টাকা ও প্যাকেটজাত প্রতি কেজি চিনি ১৩৫ টাকা বিক্রি করা হচ্ছে। আলু -৬০ টাকা পিয়াজ ১৪০ টাকা পটল ৫০ টাকা সহ অন্যান্য সবজি ও ফলফলাদির দাম নাভিশ্বাস।

হাজিরহাওলা থেকে পুরান- বাজারে নিত্য পণ্য কিনতে আসা আমির হোসেন বলেন, ‘আয়ের চেয়ে এখন ব্যয় বেশি। একজন দিনমজুর তিনদিনে যা আয় করেন তা একদিনের বাজারেই শেষ হয়ে যায়। বাজারে দাম কমলে ভাল হতো।

পুরান বাজারের বিক্রেতা আব্দুল মান্নান বলেন- বাজারে কেনাবেচা একই রকম আছে। ক্রেতারা অভিযোগ দেবে। তবে, কোন দোকানি কখনোই বেশি দামে পণ্য বিক্রি করে না। আমরা স্বাভাবিক দামেই বিক্রি করছি।’

আরও পড়ুন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ