ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান কারাগারে, মুক্তির দাবিতে সড়ক অবরোধ, হরতালের ডাক।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ জুলাই ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ

Link Copied!

এ. আর রাহাত, জাামলপুর প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জে সার ও কীটনাশক ব্যবসায়ী নওশের আলী’র
হত্যা মামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে এলে উচ্চ বিজ্ঞ-আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে নেন তিনি। রোববার জামিনের মেয়াদ শেষে সোমবার৷
বিজ্ঞ-আদালতে আবার জামিন আবেদন করেন তিনি।
বিজ্ঞ-বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মঙ্গলবার থেকে আগামী তিনদিন মাদারগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন সমর্থকরা।

সোমবার (০১ জুলাই) দুপুরে চেয়ারম্যান রিমু বিজ্ঞ-আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিকেল ৩টার দিকে বিজ্ঞ-চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর বিকেল ৫টায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন তার সমর্থকরা।

পরে সন্ধ্যা ৭টার দিকে সড়ক ছেড়ে চলে যান আন্দোলনকরীরা।

মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান সাগর বলেন, চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে হত্যা মামলায় তার সংশ্লিষ্টতা না থাকলেও চারবছর পর তাকে কারাগারে প্রেরণ করা হলো। তার মুক্তি না হওয়া পর্যন্ত হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে, তবে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা হরতালসহ আন্দোলনের আওতামুক্ত থাকবেন বলে তিনি জানান।

উল্লেখ্য জামিনে থাকা অবস্থায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যদিয়ে রায়হান রহমতুল্লাহ রিমু মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

সম্প্রতি শপথ গ্রহণের শেষে আগামীকাল মঙ্গলবার তার দায়িত্ব গ্রহণের কথা ছিল। দায়িত্ব গ্রহণ আগের দিন তিনি কারাগারে গেলেন।

তিনি আরো বলেন যে, চেয়ারম্যানকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে বৃষ্টির কারণে সড়ক ছেড়ে গেলেও মঙ্গলবার থেকে আগামী তিনদিন মাদারগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন সমর্থকরা।

সেই সঙ্গে চেয়ারম্যানকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন আন্দোলনকারীরা।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিকেল থেকে এলাকাবাসী সড়কে নেমে আন্দোলন করেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।

এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তারা মঙ্গলবার থেকে আগামী তিনদিন মাদারগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা