ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বৃহত্তর চট্টগ্রাম ও কক্সবাজারের ভয়াবহ বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৩, ২:০০ পূর্বাহ্ণ

Link Copied!

মাহবুবুর রহমান সাজিদ :

আকস্মিক বন্যায় বৃহত্তর চট্টগ্রাম এবং কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গিয়েছিল। জনজীবন হয়ে পড়েছিল বিপর্যস্ত। পানিবন্দি অসহায় মানুষদের দুর্দশার অন্ত ছিল না।


বন্যার সংবাদ পেয়েই আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শক টিম দুর্গত এলাকায় ছুটে যায়। জনজীবনের ভয়াবহ দুর্দশার চিত্র প্রত্যক্ষ করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় ত্রাণ কার্যক্রম পরিচালনা করার। দুর্গত এলাকায় ছুটে যান আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। দেশবাসিকে আহ্বান জানান বানভাসি মানুষের পাশে দাঁড়াতে। শুরু হয় ত্রাণ তৎপরতা। দেশের আপামর জনসাধারণ তাদের সাধ্যনুযায়ী অর্থ এবং শ্রম দিয়ে পানিবন্ধী মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন।
যথাসম্ভব দ্রুততার সহিত সর্বাধিক আক্রান্ত ৯টি উপজেলার বন্যাদুর্গত ৭৫৫২টি পরিবারের কাছে জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন।


দুর্গত মানুষের সুবিধা এবং প্রয়োজনীতা বিবেচনা করে প্রথম ধাপে শুকনো খাবার (খেজুর, চিড়া, চিনি), বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং মোমবাতি সরবরাহ করা হয়। দ্বিতীয় ধাপে বিতরণ করা হয় চাল, ডাল, তেল এবং লবণ।

ত্রাণ সামগ্রীগুলো যথাক্রমে চট্টগ্রামের সাতকানিয়ায় ১৫২২টি, চান্দনাইশে ১০০০টি, লোহাগাড়ায় ৫৩০টি, কক্সবাজারের চকরিয়ায় ১৪০০টি, পেকুয়ায় ৮০০টি, রামুতে ৫০০টি এবং বান্দরবানের লামায় ৮০০টি, আলীকদমে ৫০০টি ও বান্দরবান সদরে ৫০০টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
ত্রাণ কার্যক্রম শেষ হতে না হতেই শুরু হয় পুনর্বাসন তৎপরতা।


বন্যায় ঘরছাড়া মানুষেরা ঠাঁই নিয়েছিল বিভিন্ন আশ্রয়কেন্দ্র, সাইক্লোন সেন্টার, আত্মীয়-স্বজনের বাড়ি কিংবা রাস্তার পাশে পলিথিন মুড়ানো খুপরিতে। অধিকাংশ ঘরবাড়ি পানিতে তলিয়ে গিয়েছিল। ফলে মাটির ঘরগুলো মিশে গিয়েছিল মাটির সাথে। কাচাঘরগুলো বিধ্বস্ত হয়ে গিয়েছিল। হতদরিদ্র অসহায় মানুষদের ঘরে ফেরা দুরূহ হয়ে পড়েছিল।

 

এই দুর্দশাগ্রস্ত মানুষদের পুনর্বাসনে কার্যকরভাবে সহযোগিতা করার লক্ষ্যে যথাসাধ্য দ্রুততার সহিত আস-সুন্নাহ ফাউন্ডেশন অফিসিয়াল টিম সেসব হতদরিদ্র অসহায় মানুষের ঘরবাড়ির অবস্থা সরজমিন পরিদর্শন করে তথ্য সংগ্রহ করে।

সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৭টি উপজেলার ৩৫০টি হতদরিদ্র পরিবারকে বাছাই করা হয়। পুনর্বাসনের জন্য তাদেরকে প্রদান করা হয় ২ বান করে টিন এবং ১০ হাজার করে টাকা।

এই প্রকল্পের আওতায় কক্সবাজারের চকরিয়ায় ৮৮টি, পেকুয়ায় ৪০টি, বান্দরবানের লামায় ৭১টি, বান্দরবান সদরে ৩৩টি, চট্টগ্রামের সাতকানিয়ায় ৭৩টি, লোহাগাড়ায় ৩৫টি এবং চান্দনাইশে ১০টি পরিবারকে পুনর্বাসনে সহযোগিতা করা হয়।

 

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন বছরব্যাপী হতদরিদ্রদের স্বাবলম্বীকরণ, বেকার তরুণদের প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের ব্যবস্থা, বিভিন্ন দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন, অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, সবার জন্য কুরবানি, বৃক্ষরোপণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে।

আরও পড়ুন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক