নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের পেকুয়া উপজেলায় সরকারী প্রকল্পের বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে বিতর্কিত পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামকে বদলী করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা সাক্ষরিত জনস্বার্থে জারিকৃত এ আদেশে তাকে সিনিয়র সহকারী সচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৪ তম বিসিএস (প্রশাসন) এর এ কর্মকর্তাকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। যোগদানের সাড়ে পাঁচ মাসে তিনি নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে ব্যাপক বিতর্কের জন্ম দেন। ঘুষের বিনিময়ে সেবা, বনের বালু লুটের চেষ্টা, সরকারী সম্পদ বিক্রি, মোবাইল কোর্টের মাধ্যমে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
সর্বশেষ, ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা প্রকৌশলীর সহায়তায় উপজেলা লাইব্রেরি সংস্কারের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে ১৮ লাখ টাকা, উপজেলা পরিষদের ৬টি টয়লেট সংস্কারের নামে ১২ লাখ ও উপজেলা পরিষদ রঙ করণের নামে আরো ১০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।
তাছাড়া, সিলগালা করা করাতকল চালু, রাতে গাড়ী আটকে ঘুষ আদায়, সরকারি জায়গায় স্থাপনা নির্মাণে সুযোগ করে দেওয়া, কৃষি জমি নষ্ট করে বালু বিক্রির সুযোগ করে দেওয়া, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে নানান অজুহাতে কাজ আটকে অর্থ আদায়, বন্ধের দিনে সাগরের মাছ বোঝাই গাড়ি আটকে নামেমাত্র নিলামের নামে যার মাছ তাকেই বিক্রিসহ তার বিরুদ্ধে আছে নানা অনিয়ম ও চাঁদা আদায় করার গুরুতর অভিযোগ ওঠে।
এর আগে কক্সবাজারে কর্মরত থাকাকালীন হোটেল দি কক্স টুডের বাকি ৩৫ হাজার টাকার খাবার বিল চাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করে বিতর্কিত হয়েছিলেন মো. সাইফুল ইসলাম। তার এ বদলী আদেশে স্বস্থি প্রকাশ করেছে পেকুয়ার সচেতন মহল।